Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

রংমহল ফোরামের ডাটাবেজ গায়েব। আবারো নতুন ভাবে শুরু হবে।

$
0
0

এই ভাবে বাংলা ফোরামের এডমিনরা আমাদের তথ্য নিয়ে যেভাবে ছিনিমিনি খেলা করে তা কোন ভাবেই গ্রহন যোগ্য না  angry


আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের রংমহল এর ডাটাবেজ পুরোটাই ধ্বংস হয়ে গিয়েছে। আমরা ১ বছর আগের ডাটাবেজ খুঁজে পেয়েছি আর সেই সাথে গুগল ক্যাশ থেকে বেশ কিছু টপিক, পোস্ট ও ছবি পাওয়া গিয়েছে। কিন্তু আমরা হতাশ না হয়ে তা নিয়েই আবার নতুন রূপে রংমহল কে সাজানোর চেষ্টা করে যাচ্ছি। যারা নতুন ফোরামিক তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত যে আবার তাদের রেজি. করতে হবে। তবে এবার নতুন রূপে নতুন ভাবে আসছে রংমহল। আর কিছুদিন অপেক্ষা করুন। আশা করি আপনারা অতীতে যেভাবে আমাদের সাথে ছিলেন ভবিষ্যতেও থাকবেন। ধন্যবাদ সবাইকে।

সামিউল
এডমিন
রংমহল

July 12

Samiul Islam কিন্তু কোন লাভ নাই। যা হওয়ার হয়ে গেছে। একটা মানুষ এতটা খামখেয়ালীপনা হলে কি করে আর হবে। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমাদের ভিপিএস এর বিল সময়মত না দেয়াতে এবং লেট করার কারণে টারমিনেট করা হয়েছে এবং রংমহরের ডাটাবেজের কোন ব্যাকআপ রাখা হত না তাই সমস্ত রংমহল এখন ডিলিটেড। মানে রংমহল আর কখনো ফেরত আসবে না। নতুন করে রংমহল জন্ম দেয়ার থেকে বন্ধ করে দেয়াই শ্রেয় মনে করি। কারণ সব টপিক, পোস্ট সব শেষ। পুরা রংমহলই শেষ .... sad
July 9 at 2:37pm

সূত্রঃ https://www.facebook.com/groups/bondhumohol/


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>