গত কয়েকদিন ধরে গুগল ক্রোম নিয়া ব্যাপক ঝামেলাতে আছি। উইন্ডোজ এইটে গুগল ক্রোম কোন পেজই লোড করতে পারছে না। কিছু কিছু করলেও সেগুলো লোড করতে করতে সারাদিন শেষ! কিন্তু ফায়ারফক্সে ঠিকমতই লোড হচ্ছে না। এমনকি ক্রোমিয়াম বেজড অন্যান্য ব্রাউজার গুলোতেও কোন প্রব্লেম হচ্ছে না।
কারও কি ক্রোমে উইন্ডোজ এইটে একই সমস্যা হচ্ছে?