Image may be NSFW.
Clik here to view.
তোমাকে ভালবাসি
তোমাকে ভালোবাসি,
তাইতো চেয়ে থাকি শুধুই তোমাকে
অপলোক নয়নে।
তোমাকে ভালোবাসি,
তাইতো কাছে ডাকি নির্জন দুপরে
একাকি মনের গভীরে।
তোমাকে ভালোবাসি,
তাইতো চাই তোমায় স্ ষ্টির আদিমতায়
চির নতুন উন্মাদনায়।
তোমাকে ভালোবাসি,
তাইতো পেতে চাই স্পর্শ তোমার
হয়তো তাতেই হবে হ্নদয় তপ্ত আমার।
তোমাকে ভালোবাসি,
তাইতো ভাসি কল্পলোকে, কল্পনার আকাশে
তোমায় জড়িয়ে।
তোমাকে ভালোবাসি,
তাইতো একেছি তোমায়,
একান্ত আমার করে আমার করে
আমার মনের ক্যানভাসে ।
বি:দ্র: আমাকে চন্দ্রবিন্দু, রিফলা phonetic এ কিভাবে টাইপ করে জানাবেন। আর আমর কবিতা টি আপনাদের কতোটুকু ভালো লেগেছে কি মন্দ লেগেছে আউট অফ টেন এ জানাবেন।