১ম পার্টের লিংক: আসেন আড্ডা দেই ( পুরাই অফটপিক/আজাইরা প্যাঁচাল)
প্রজন্মের সম্মানিত ফোরামিকগণ,
দেখতে দেখতে আসেন আড্ডা দেই ( পুরাই অফটপিক/আজাইরা প্যাঁচাল) ২১০০০ পোস্ট অতিক্রম করলো, সেই ২০০৯ সালের অক্টোবর মাসে আমার একটি পোস্টের মাধ্যমে প্রজন্মের সবচে জনপ্রিয় টপিকের যাত্রা শুরু, এর মাঝে অনেকেই এ টপিকের পথ চলায় স্বত:ফূর্তভাবে অংশগ্রহন করেছেন, একে অপরের সাথে মন খুলে আড্ডা দিয়েছেন, ছোট-খাটো বিভিন্ন বিষয়ে সাহায্য করেছেন, প্রশ্ন করেছেন, আবার বিভিন্ন ফোরামিকের প্রশ্নের জবাব দিয়েছেন। এভাবে টপিকটি জনপ্রিয়তার সর্বোচ্চ শিখায় নিয়ে নিজ নিজ দৈনন্দিন জীবনের একটা অংশ করে ফেলেছেন। এই টপিকটুকু এক অর্থে সবার মাঝে ব্রান্ড হয়ে গেছে, সবাই নাম বললেই চিনতে পারেন একে। কিন্তু ইদানিং টপিকটি লোড হতে কিছুটা বেশি সময় নেয়ায় জনপ্রিয় এ টপিকটির ২য় পার্ট খোলার যৌক্তিক দাবি উঠে গিয়েছে। সেজন্যই আমার এ নতুন টপিক খোলা।
এখানে একটা জিনিস সবার জানা প্রয়োজন যে মডারেশন বোর্ড পরবর্তীতে যদি মনে করেন যে আসেন আড্ডা দেই (পুরাই অফটপিক/আজাইরা প্যাঁচাল) এর ১ম পার্টটাই যথেষ্ট এবং কন্টিনিউ করা উচিত, নতুন করে ২য় পার্টের প্রয়োজন নেই, তাহলে এই টপিকটি পূর্বের টপিকের সাথে সম্ভবত মার্জ করে দেয়া হবে।
নিয়ম তো সবার জানাই আছে, আবারও বলি: এখানে আপনি
- আপত্তিকর কোন কিছু ছাড়া আর সবকিছুই এইখানে শেয়ার করতে পারেন
- নিজের চিন্তা-ভাবনার আপডেট বা এখন কি করছেন তা জানাতে পারেন
- কারো খোজ-খবর নিতে পারেন বা কারো প্রশ্নের উত্তর দিতে পারেন
- এইমাত্র কি করলেন তা লিখতে পারেন
- আরো অনেক জিনিস নিয়ে আড্ডা দিতে পারেন ......
তো চলুন, দেরি কিসের? শুরু করি...........
ইদানিং প্রচন্ড ব্যস্ততার মাঝে আছি, জান বের হবার জোগার। কবিতার ভাষায়:
সময় চলিয়া যায়
নদীর স্রোতের প্রায়।
সকলের যৌক্তিক পরামর্শে পোল উঠিয়ে দেওয়া হল।