ইদানিং প্রজন্মসহ বাংলা ওয়েব জগতে ভাষা বিকৃতির একটা হিড়িক লক্ষ্য করা যাচ্ছে। ইচ্ছাকৃত ভুল বানান আর টাইপিং মিসটেক এক জিনিস নয় সেটা কারো কারো লেখা পড়লেই বুঝা যায়। এ বিষয়টা প্রতিহত করা প্রতিটা সচেতন বাঙ্গালীর কর্তব্য বলেই আমি মনে করি।
ভাষার মাস ফেব্রুয়ারী (ফাল্গুন) এলে আমরা প্রত্যেকে বাঙ্গালী বনে যাই। যে ভাষার জন্য আমাদের পুর্বপুরুষরা নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন, যে ভাষা আর্ন্তজাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেল। সেই ভাষাকে আজ আমার অতি সহজেই বিকৃত রুপে ইন্টানেটের মাধ্যমে তথা সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছি। আমরা একবারের জন্য ভেবে দেখছিনা এর ক্ষতিকর প্রভাব কতখানি সুদুর প্রসারি।
তাই আসুন না আজ শপথ করি নিজের মায়ের ভাষাকে সুন্দর/শুদ্ধ বানানে লিখি।
আমার এ লেখা কোন ব্যক্তি বিশেষকে উদ্দেশ্য করে লিখা নয় তাই কেউ মাইন্ড খাইলে নিজ দায়িত্ব খাবেন।