Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

আলসার এর জন্য ডাক্তার আবশ্যক =))

$
0
0

টপিকের নাম কি দিব বুজতে পারছি না । যাই হোক আমার কথা বলি। আমার মাস খানেক আগে আলসার নামক একটা জিনিশ ধরা পড়ে , রিপোর্টে (এন্ডোসকপি) লেখা ছিল:

bile reflux gastritis with healed duodenal ulcer

http://porasuna.com/wp-content/uploads/2012/10/Untitled-1.png
তো ডাক্তার আমাকে একগাদা ওষুধ খাইতে দেয়, ওনার দেয়া ওষুধ খাওয়ার পরে যা হয় তা হল প্রতিদিন পাতলা পায়খানা,অনাকে জানানোর পর উনি বলেন যে এটা ওষুধ এর সমস্যা না।

প্রথম ধফাঃ
rabesec 20
osetron 8
norium 5
omidon
২য় ধাপঃ
flontin 5mg
rabesec 20 mg
morium 5
solas
zymet
periach

তো আমি নিজেই টেস্ট করে দেখি যে ঐ ওষুধ খাইলেই পাইতলা পায়খানা হয়। অন্যথায় হয় না। তিনি ঐ বস্তু ২ মাস খাইতে বলেছেন , কিন্তু এহেন দুরাবস্থায় তাহা আমার পক্ষে পালন করা সম্ভভ হইলো না।

তো আপাতত একজন ভালো ডাক্তার এর খোজ করতেছি, একজন ভালো ডাক্তার রেফার করে আমাকে এই যন্ত্রনা থেকে উদ্দার করেন।


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>