Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

৬টি সেরা নেক আমল, যার দ্বারা স্ত্রী সর্বদা সন্তুষ্ট থাকে ..

$
0
0

৬টি সেরা নেক আমল, যার দ্বারা স্ত্রী সর্বদা সন্তুষ্ট থাকে :-

১। সকালে স্ত্রীর আগে ঘুম থেকে উঠা (অবশ্যপালনীয়)। এলার্ম ক্লক বন্ধ করা (ফজিলতময়)। ওয়াটার হিটার চালু করা ও চা রেডি রাখা (মুস্তাহাব বা উত্তম আমল)

২। ' হে আল্লাহ এইরুপ গুনবতী স্ত্রী তো আমার কপালে ছিলনা, তারপরও আপনার অশেষ মেহেরবানীতে পেয়েছি' - এই আকিদায় অবিচল বিশ্বাস স্থাপন করা। (অবশ্যপালনীয়)। বেহেস্তে ৭২টা হুর পেলেও সেগুলির দিকে তাকাবো না - এই প্রত্যয় বারবার ব্যক্ত করা (ফজিলতময়)। জায়গায় বেজায়গায় নিজের দোষ ত্রুটি ধরিয়ে দেয়ার আগে নিজেই অনুধাবন করে অনুশোচনায় কাতর হওয়া (মুস্তাহাব বা উত্তম আমল)।

৩। স্ত্রীর সামনে চোখের হেফাজত করা (অবশ্যপালনীয়)। স্ত্রীর আড়ালে চোখের হেফাজত করা (ফজিলতময়)। দু'চোখই কানা করে দেয়া, যাতে সন্দেহের কোন কারন না থাকে (মুস্তাহাব বা উত্তম আমল)।

৪। স্ত্রীর হাতের রান্না করা খাদ্য আল্লাহ তা'য়ালার নিয়ামত মনে করে তৃপ্তির সহিত খাওয়া (অবশ্যপালনীয়)। বাচ্চাদের খেতে তলকি'দ করা । (ফজিলতময়)। মেহমানদের খাইয়ে দুনিয়াবী শত্রুতে পরিনত করা (মুস্তাহাব বা উত্তম আমল)।

৫। বিছানায় অল্প জায়গায় গাছের গুড়ির মত পড়ে থাকা। (অবশ্যপালনীয়)। নাকের দুই ফুটা ইটের খোয়া দ্বারা বন্ধ করে শোয়া, যাতে নাক না ডাকা যায় (ফজিলতময়)। স্ত্রীর নাক ডাকার ছন্দকে জলপ্রপাতের শ্রুতিমধুর শব্দের সহিত তুলনা করা (মুস্তাহাব বা উত্তম আমল)।

৬। দুইটি স্যান্ডেল একত্রে রাখা (অবশ্যপালনীয়)। সু র্যাকে রাখা (ফজিলতময়)। একটি আরেকটির উপর না রাখা (মুস্তাহাব বা উত্তম আমল)

আল্লাহ আমাদেরকে এই নেক আমল করার তৌফিক দান করুন । আমিন ।


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>