Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

আমার দেশের ছবি-২

$
0
0

১। ছুঁয়ো না আমায়-ঝরে যাবে পাপড়ি-হারাবে মনোহারী দৃশ্য
ঘ্রাণে হও মাতাল-চোখে তুলে নাও মুগ্ধতা-ছুঁয়ে করো না নি:স্ব
আমি যাবো ঝরে-পাশে আমার বোন- উঠবে জেগে খানিক বাদে
কেউ থাকে না চির অমর হয়ে-পড়তে হবে সবাইকে ঝরে যাওয়ার ফাঁদে।

http://i.imgur.com/bj1kxwC.jpg

ক্যামেরা ক্যানন ৬০০ ডি দিয়ে তোলা আরো কিছু ছবি। এবারও কিছু ছবি ট্রেন থেকে তোলা। আবার গ্রামের বাড়িতে তোলা কিছু ছবি আছে। আগেই বলেছি। ক্যামেরা চালানো ভাল করে শিখি নাই। এবার মাত্র এপারেচার বাড়ানো কমানো আর সিলেক্ট করা শিখেছি। আমার ভাই হাতেকলমে শেখার টাইমও নাই। ক্লিক করতে করতে যা একটু শিখা হয় হোক তবে। নিচে আমাদের এই সুন্দর দেশের ছবিগুলো দেখলে মনে হবে । প্রত্যেকটি ছবিই যেনো এক একটি গল্প কবিতা। কত মায়া ছুঁয়ে আছে এই দেশের মাটিতে। গ্রামে গেলে এত শান্তি-তবে শহরেও শান্তি যদি উপভোগ করা জানা যায়। শহরে একটাই সমস্যা সময় মূল্য দেয়া যায় না। জীবনের গুরুত্বপূর্ণ সময়ই চলে যায় জ্যামের মাঝে। জ্যামের কাছে আমরা যেনো জিম্মি। কি আর করার আছে। এমন করেই পাড়ি দিতে হবে পথ।

২। এখানে ভোরের গায়ে আদর মাখায় শিশির
এখানে জোনাকের সাথে সখ্যতা নিশির
এখানে সরিষা ফুলের গায়ে
শিশির পড়ায় মুক্তোর মালা
এখানে গাছগাছালি পাখপাখালি
মেলে ধরে মুগ্ধতার ঢালা। (মাত্রার ঠিক নাই কিন্তু)
ভালবাসি আমার দেশ আমার গ্রাম <3
http://i.imgur.com/RNfmKUo.jpg

৩। এমন সোনার আলো উড়ে বেড়ায় কোথায় শুনি কোন্ দেশে
এমন আলো আমার দেশে ঘুরে বেড়ায় শান্তির সুখের রেশে
-
মাঠ জুড়ে সোনার ফসল-চাষীর মুখে হাসি
এমন হাসি আমরা সবাই- দেখতে ভালবাসি
দৃষ্টি জুড়ে হলুদ আলোে- আলোয় ভাসাভাসি
সোনার ফসল ফলায় কষ্টে-আমার দেশের চাষী।
http://i.imgur.com/xWbKOdK.jpg

৪। গোলাপরা ডেকে বলছে-আচ্ছা বলতো পবিত্রতার রং কি। আমি বলি সেতো-সাদা-
শুভ্রতার ছায়ার আঁচল.. ।গোলাপ বলে-দেখো ফুটে আছি পবিত্রতায়-সাথে ঘ্রাণে মাতাল করি ক্ষণ । আমি বলি-আমাদের একটা মনও আছে-যেখানে নিত্য ফুটে থাকে পবিত্রতা-সাথে মুগ্ধতার ঘ্রাণ। সে ঘ্রান দিয়ে মাতাতে পারি-আমাদের আশেপাশের শ লক্ষ মানুষদের। গোলাপ বলে-তোমরা কয়জনা আর আছো পবিত্র-মনে তোমাদের স্বার্থ আর ধরার মোহ। আমি বলি-ভাল আছে বলেই তো পৃথিবীটা এত সুন্দর। মন্দের ভাগ খুব কম। গোলাপ বলে-মানুষের কাছে আমরা হলাম পরাজিত। কেউ আমাদের ছিঁড়ে উপহার দেয় কেউবা গাছে রাখতেই ভালবাসে। আমি বলি-এইতো জীবন এ নিয়েই আমরা বাঁচি মুগ্ধতায়-কখনো রিক্ততায়।
http://i.imgur.com/AkAzZ1m.jpg

৫। তুমি ঘুমিয়ে পড়ো না চলন্ত যাত্রায়, চোখ মেলে দেখো-কত সুন্দর ছড়িয়ে আছে আমাদের সোনার দেশের মাটিতে-সবুজ শ্যামল.....অবারিত সজীবতা-চারিদিকে শুধু মুগ্ধতা আছে ছড়িয়ে- এ যে আমার প্রাণের মাতৃভূমি- দিগন্ত জুড়ে শুধু হলুদ আলোর ছোঁয়া-তুমিও মুগ্ধ হবে সে আমি জানি শুধু চোখ দুটো খোলা রাখো।
(ট্রেন থেকে তোলা ছবি)
http://i.imgur.com/bqLlTbN.jpg

৬। দিনের মধ্যভাগে শীত রোদ্দুর, গায়ে ওম নিতে গিয়ে দেখি মানবতা-মানুষ
হিল পায়ে পায়ে পা তুলে সবুজের গালিচায় উড়াই কত রঙের স্বপ্ন ফানুস
কেউ বা জীবন জীবিকার সন্ধানে সুখ আয়েশ মাড়িয়ে হেঁটে যায় নগ্ন পায়ে
আর কেউ জীবনের পুরো সুখটুকু বুক পকেটে রেখে শীত উষ্ণতা মাকে গায়ে।
জীবন এমনই কারো ঘরের আহার উচ্ছিষ্ট হয়ে যায় ডাস্টবিনে চলে যায় নিত্য
কেউ ফুটো চালার নিচে বসে পান্তা ভাতে কাঁচামরিচের লোকমায় ভরে নেয় চিত্ত।
http://i.imgur.com/LUF7PeD.jpg

৭। স্নিগ্ধতা ঢেলে তোমার জন্য বানিয়েছি বিনে সূতার মালা
তুমি ছুঁয়ে দাও, শিহরণে কেঁপে উঠো, বাড়ুক প্রেমের জ্বালা.....
এসো কোনো এক কুয়াশা সিক্ত সকালে হেঁটে নগ্ন পায়ে
দিয়ো হিমেল হাতে আমার হাতটা ছুঁয়ে..... রাখব ভালবাসার ছায়ে।
http://i.imgur.com/BCAzZYk.jpg

৮। দিবাকর ঐ জ্বলে উঠলো-
পূর্বাশার আলোয় পশুপাখি
সকলের ঘুম টুটলো....
এখানে মোবাইলের এলার্ম বাজাতে হয় না। এখানে গভীর রাত জেগে কাটানো হয় না
এখানে প্রাকৃতিক এলার্মে নিদ্রা টুটে যায়..... ভোরের মিষ্টি মধুর হাওয়ায় এখানে শুধু ভাসা-ই যায় মুগ্ধতায়...... এখানে খুব ভোরে ঘুম নিষিদ্ধ যেনো। এ হলো একটি ছায়াময়ী মায়াময়ী গাঁয়ের গল্প।
মডেল-গলা ছিলা মোরগ big_smile
http://i.imgur.com/ZJtSsoy.jpg

৯। হোক না মাঘের শীত। শীত আমাদের কাছে তুচ্ছ-যতন করে ফলাই শস্য। মাথার ঘাম পায়ে ফেলে ঘরে তুলি সোনালী ফসল। আমরা নিজেরা নিজেদের রিযিকের দানা (আল্লাহ তাআলার দান) রেখে তোমরা শহরবাসীদের জন্য দিয়ে দেই। এতে কি তোমরা কৃতজ্ঞ থাকার কথা নয়? তোমরা আমাদের চাষাভোষা বলে ছোট করে দিতে পারো-তবে জেনে রেখো আমরাই তোমাদের জন্য (আল্লাহর ইচ্ছায়) শহরে পাঠাই তোমাদের জন্য দুবেলার দুমুঠো অন্ন। আমরা গরীব হলেও মন আমাদের দরিয়া-শুধু তোমরা আমাদের উপযুক্ত মূল্যটা দিতে চেষ্টা করো-ঠকিয়ো না।
নিড়ানীপর্ব........
http://i.imgur.com/ZSwtlLM.jpg

১০। শীত কখনো ওদের থামিয়ে দেয় না। ওরা কৃষকেরা খুঁজে নেয় পরিশ্রমের বদলে নিজ রুটি রুটি আহার। কি রোদ, কি ঝড় সব ঋতুতেই ওরা কর্মে নিয়োজিত। পরিশ্রমী দেহে প্রকৃতির এইটুক সুখ ওদের ভরিয়ে রাখে উচ্ছ্বাসে। মাঠ জুড়ে ওরাই ফলায়, সোনার ফসল, কখনো বা দিগন্ত জুড়ে হলুদ বিছিয়ে দেয় নিপূন হাতের ছোঁয়ায়। ওরাই আমাদের বেশী আপনজন। ভালবাসা ওদের জন্য। ওরা সুস্থ থাক সব ঋতুতেই শুভকামনা।
http://i.imgur.com/QYqwUxL.jpg


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>