আমার বর্তমান অফিসে ওয়াই ফাই কভারেজ আমার চেম্বার পর্যন্ত ঠিক মত আসে না।
কখনো লাইন পাই কখনো পাইনা। হিজি বিজি অবস্থা।
আমি ওয়াইফাই বুস্টার বা অন্যকোন রিপিটার বা অন্য কোনভাবে ভালোভাবে ওয়াই-ফাই ইউজ করতে পারব ??
ডিভাইস ছোট হলে ভালো হয়, কেননা কর্তাদের বুদ্ধির বাহার বলিহারি, কখন আবার পলাশ ভাইয়ের মত আমাকেও অফিসের গুরুত্ত্ব তথ্য ফাসের জন্য দায়ি করে.........
সবাইকে অগ্রীম ধন্যবাদ