মোবাইল এপ্লিকেশনের ডিজাইন করা আমার অনেক দিনের সখ, একটা প্রজেক্টও পেয়ে গেলাম হঠাৎ, কাজের বিল তুলনামূলক কম থাকলেও আমি শেখার জন্যই বেশি আগ্রহী ছিলাম, তো ক্লায়েন্টের রং এর ব্যাবহারের ইন্সট্রাকশন পেয়েই কাজ শুরু করলাম। আমার ক্লায়েন্টের আবার লাল, কমলা, সবুজ, নীল এগুলা পছন্দ। রংচঙ্গা ডিজাইন তৈরি করতে বলেছিল আমাকে।
নিচে ডিজাইনগুলা দিলাম আশাকরি আপনাদের ভাল লাগবে
যদিও CSE তে পড়ছি তাই আমার হয়তো কোডিং নিয়েই পরে থাকার কথা কিন্তু আমার ডিজাইন করতেই বেশি ভাল লাগতেছে (হয়তো কোডিংএ গর্দভ এজন্য)। সবাই দোয়া করবেন যেন ভাল ডিজাইনার হতে পারি।
ডিজাইনে ১৩ নম্বর শিমূল ভাই আর মামুন সৃজন ভাই অনেক হেল্প করেছেন বা করে চলেছেন, সবার সহযোগীতায় একটু আসতে পেরেছি।
এবার ভাঙ্গাচোড়া ডিজাইন বাদ দিয়ে হয়তো User Interface(UI) ডিজাইনে নিজে সম্পৃক্ত করতে পারব