যে কথা তোমায় আজও বলা হয় নি,
তুমি তো আর আমায় মনে রাখো নি।
কিন্তু তোমায় তো আমি আজও ভুলি নি,
ভুলে যাওয়ার জন্য যে তোমায় ভালবাসিনি।
চারিদিকের যন্ত্রণার জন্য জীবনে ছিলো অশান্তি,
তোমাকে পেয়ে যেন ফিরে পেয়েছিলাম প্রশান্তি।
ভুলে গিয়েছিলাম আমি আমার সব দুঃখ আর ক্লান্তি,
তোমার মাঝেই খুঁজে পেয়েছিলাম আমি চির প্রশান্তি।
তুমিহীনা আজ আমি চির নিঃস্ব যে অসহায়,
বসে আছি পথ চেয়ে আমি তোমারি প্রতীক্ষায়।
ফিরে তুমি আসবে আমি আছি যে সে আশায়,
সিক্ত করে তুলবো তোমায় আমি আমার ভালবাসায়।