বাজেট ৫০কে। আপাতত এইটা মাথায় আছে। এই বাজেটে এর চেয়ে বেটার কিছু আছে?
মেইনলি কোডিং/মুভি/ব্রাউজিং টাইপের কাজই বেশি করব। ব্যাটারি ব্যাকআপ আর মবিলিটির প্রতি বেশি গুরুত্ব দিব গ্রাফিক্সের চেয়ে। যদি কোনও মডেল থাকে যেইটাতে গ্রাফিক্স নাই কিন্তু ব্যাটারি ব্যাকআপ এটার চেয়ে ভাল এবং এটার চেয়ে হালকা+পতলা, তাহলে বেটার।