Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

সময় শেষের ঘন্টা

$
0
0

সময় শেষের ঘন্টা
মামুন আআবদুল্লাহ
.
ভোগ বিলাসের স্বপ্নে বিভোর
স্যারের পুরো মনটা?
মাটির 'পরে দাড়িয়ে করেন
আকাশ ছোঁয়ার পণটা!
.
সুযোগ বুঝে হাতটা ঘুরান
হাতিয়ে নিতে ধনটা,
এসব ভেবে অধীর থাকেন
কখন আসে ক্ষণটা?
.
একে একে পরখ করেন
আছে যতো পন্থা;
হেতু বুঝে হতে পারেন
মানুষ মারার হন্তা!
.
এমন করে ক 'দিন খাবেন
একটু আমায় কন তা
কখন বাজে খোঁজ কী রাখেন
সময় শেষের ঘন্টা।।


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>