ব্যারাজ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। দেশের অন্যতম প্রধান নদ ব্রহ্মপুত্র। শুষ্ক মৌসুমে দেশের মোট পানিপ্রবাহের দুই-তৃতীয়াংশই আসে এখান থেকে। এ নদের পানিপ্রবাহ কমে যাওয়ায় দেশের উত্তর ও মধ্য অঞ্চলে পানির স্তর ক্রমেই নিচে চলে যাচ্ছে। এ অবস্থায় বর্ষা মৌসুমে এ নদের পানি ধরে রাখতে সরকার এই উদ্যোগ নিয়েছেন। এজন্য সমীক্ষা চালাতে এরই মধ্যে ১১০ কোটি টাকা ব্যয় ধরে একটি প্রকল্প অনুমোদন দিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়। এ ব্যারাজ নির্মাণ হলে যমুনা, পদ্মা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, তুরাগ, **ু ও শীতলক্ষ্যা নদীর প্রাণ ফিরবে। ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমবে। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের বেশিরভাগ এলাকা এবং গোটা উত্তর-মধ্য ও উত্তর-পূর্ব এলাকায় শুষ্ক মৌসুমে পানিপ্রবাহ নিশ্চিত হবে। সিরাজগঞ্জ, পাবনা, রাজশাহী ও নবাবগঞ্জ এলাকার অগভীর পানির স্তরে আর্সেনিকের মাত্রাও কমে আসবে। জামালপুরের বাহাদুরাবাদ বা এর আশপাশের উপযুক্ত স্থান অথবা মূল ব্রহ্মপুত্র নদের সঙ্গে পুরনো ব্রহ্মপুত্রের সংযোগস্থলে ৫ কিলোমিটার ভাটিতে ব্রহ্মপুত্র ব্যারাজ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘ফিজিবিলিটি স্টাডি অ্যান্ড ডিটেইল ইঞ্জিনিয়ারিং ডিজাইন অব ব্রহ্মপুত্র ব্যারাজ’ শীর্ষক প্রকল্পটির প্রস্তাবনা পাঠিয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়। এ সমীক্ষা প্রকল্পে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রায় ৮০ জন পরামর্শক কাজ করবেন। ২০২০ সালের মধ্যে প্রকল্পটির কাজ শেষ করবে সরকার। এই প্রকল্প বাস্তবায়িত হলে এটি দেশের আর্থসামাজিক উন্নয়নে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
↧