প্রসঙ্গ........ছোটখাট মিথ্যা
----------------------------
যেমন আমি একটা ড্রেস কিনলাম অল্প দামে বা অন্য কিছু যাই হোক না
কিন্তু দেখতে সবারই পছন্দ হইছে জিনিসটা । সবাই বলছে ড্রেসটা
অনেক সুন্দর অনেক ভাল লাগছে আপনাকে.......
আচ্ছা জিনিসটার দাম কত?
তখন আমি বরাবরই সত্য কথা বলি
যে দাম দিয়া কিনি সেটাই বলি
কিন্তু কেউ কেউ সুন্দর বলার সাথে সাথে জিনিসটার দাম বাড়িয়ে বলে
এখানে কি লাভ হল বুঝলাম । অল্প দামে কি রুচিসম্পন্ন জিনিস কেনা যায় না বা পড়া যায় না
আর আমাকেও অনেকে পরামর্শ দেয় যে, আসল দাম বলবেন না । কিন্তু কেন?
আমি এই জিনিসটা পারি না ...........মিথ্যাটা কেন জানি গলায় আটকে যায়।
মিথ্যা যে বলি না তা না........ জরুরী প্রয়োজনে কিচু কিছু মিথ্যা বলতেই হয় । কিন্তু এসব ছোটখাট বিষয়ে মিথ্যা বলাটা কি ঠিক?
আমার অফিস জীবনে দেখেছি যে প্রায়ই আমার কলিগ রা এমন সব জিনিসের দাম বাড়িয়ে বলে ।
মাঝে মাঝে বিশ্বাসও করি । কিন্তু নিজে কেনাকাটা করি তো তাই বুঝতে পারি ।
আর আমি তেমন দামী জিনিস কিনি না ইচ্ছে করেই । কেনার সামর্থ্য যে নাই তা না ।
আমার কথা হল অল্প দামেও রুচিশীল জিনিস পাওয়া সুন্দর পাওয়া যায় ।
এই যে আমরা প্রতিনিয়তই এভাবে মিথ্যা বলি সেটা কি মিথ্যা বলার পর্যায়ে পড়ে না ।