মনে হয় আমরা সবাইই জেনে গেছি বাংলাদেশে কিছুদিন আগে উবার তাদের সেবা চালু করেছে। প্রথম প্রথম খুব বেশি আগ্রহী হই নি, মনে হয়েছে, বাংলাদেশের যে ড্রাইভার এবং পরিবহন মালিকরা আছে, অন্যান্য সেবার মত এটার অবস্থাও ডাল ভাত করে ফেলবে। কয়েকদিন আগে আমি প্রথম উবার এর সেবা ব্যবহার করি। তারই একটা ছোট খাট রিভিউ।
উবার কি?
উবার (Uber) হল মোবাইল স্মার্র্টফোনের অ্যাপ-ভিত্তিক ট্যাক্সি সেবার নেটওয়ার্ক। আমেরিকা ভিত্তিক অনলাইন পরিবহন নেটওয়ার্ক কোম্পানি উবারের কোন নিজস্ব ট্যাক্সি নেই। যে কেউ এজন্য কিছু পূরণ করে এমন ব্যক্তিগত গাড়ি আছে এমন যে কোন ব্যক্তিই উবারের হয়ে ট্যাক্সি সেবা দিতে পারে। এই নেটওয়ার্কের মাধ্যমে একজন চালক ও যাত্রী নিজেদের মধ্যে এপটি ব্যবহার করে যোগাযোগ করে নিতে পারেন। এজন্য উবার কিছু ফি কেটে রাখে।
ব্যবহার অভিজ্ঞতা
আমি প্রথম উবার ব্যবহার করি সপ্তাহ দুই আগে। একটি কাজে বসুন্ধরা সিটি যাওয়ার কথা। তখন ৫০% অফ চলছিল। চিন্তা করলাম যেয়েই দেখি, জিনিসটা কেমন।
মোবাইলে এপ নামিয়ে লোকেশন এনবল করলেই কোথায় আছেন সেটা লোকেট করে ফেলবে। তো লোকেট করার পর Request UberX প্রেস করলে আশে পাশের ড্রাইভারগুলোর মধ্যে যে সবচেয়ে সুইটেবল তারসাথে আপনার ম্যাচ হয়ে যাবে। সাথে সাথে ড্রাইভারের নাম, গাড়ির নাম ও ফোন নম্বর চলে আসবে স্ক্রিনে। ফোন দিলাম ড্রাইভার কে বলল ১০ মিনিট লাগবে আসতে। এখন মজার ব্যাপার হল রিকোয়েস্ট করার পর থেকে আপনার গাড়ি টা ম্যাপে দেখাতে থাকে। গাড়ি আসছে সেটাও দেখা যায়। বেশ মজার!
১০ মিনিটের গাড়ি ৭ মিনিটে এসে গেল। চড়ে বসলাম টয়োটা করোলা তে। বসুন্ধরা পৌঁছে যাওয়ার পর ড্রাইভার ট্রিপ শেষ করে দিল এবং ভাড়া আসল ৮৫ টাকা। রিসিপ্ট সাথে সাথে ইমেইলে চলে আসল।
এত ভাল সার্ভিসের পর গত ২ উইকে আরও ৭-৮ বার উবারের সেবা ব্যবহার করছি। বলতেই হচ্ছে CNG মামাদের তেলানোর দিন হয়ত শেষ!
লেটেস্ট উবার প্রোমো কোড
উবারের লেটেস্ট প্রমো কোডগুলো সাথে সাথে পাওয়ার জন্য একটি ওয়েবসাইট বানিয়েছি: http://uberpromocodes.pythonanywhere.com
আশা করি সবাই উপকৃত হবেন।