হিলি সীমান্তের শূন্য আঙিনায় সৌহার্দ্য ও সম্প্রীতির প্রয়াসে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করবে ওপার বাংলা-এপার বাংলার বাংলাভাষী মানুষ।এ উপলক্ষে সীমান্তের চেকপোস্টের শূন্য আঙিনায় মাতৃভাষার মঞ্চ ও অস্থায়ী শহীদ মিনার স্থাপন করা হয়েছে।প্রতিবছর হাকিমপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এবং সাপ্তাহিক আলোকিত সীমান্ত দিবসটির আয়োজন করে।এদিন সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।আলাদা দুটি দেশ হলেও মনে ও প্রাণের দিক থেকে ভাষার কেউ তাদের আলাদা করতে পারেনি। তাই সীমান্তের প্রাচীর ও কাঁটাতারের বেড়া তাদের কাছে কোনো বাধা নয়। এ কারণে তারা যৌথভাবে এপার বাংলা-ওপার বাংলার মানুষ হিলি সীমান্তের একই মঞ্চে আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপনে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। দিবসটি নিয়ে গত কয়েকদিন ধরে দুই বাংলার মানুষের মাঝে যথেষ্ট আগ্রহ সৃষ্টি হয়েছে। এর ফলে অনুষ্ঠানিক ভাবে আজ উভয় সীমান্তের মানুষের মিলনমেলায় প্রায় ৩ হাজার বাঙালির সমাগম ঘটবে।
↧