Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

কবিতা

$
0
0

জীবন
- মোঃ হাবিবুর রহমান হাবিব
নিস্পলক চেয়ে থাকার নেশা
কুয়াশার কুন্ডলীর মত বয়ে যায় নদী স্রোঁত
আশার সমুদ্রে দোলখায় হৃদয়ের বটমূল
লাল নীল বেগুনি ফুল ।পাঁপড়ির ভাঁজ খুলে
পুস্পপুট ।দোলে বাসন্তির ফুলেল খোঁপা
জেগে উঠি ,অস্ত যাই –বেদনার সাদা বক
উড়ে যায়-আশার দিগন্ত নীলে......

খর পাতা ঝরে –নিদ্রাহত চোখে,
নেমে আসে আবলুস আঁধার খন্ড এক ।
বয়ে চলি, ভেসে চলি তবুও
মাছদের সঙ্গমী ঠোঁট চুমে যায়-
অন্তহীন চলার গতি। কেননা জীবন তো চলমান ।

দুঃখে কাঁদি, ডুবে যাই সুখের অবগাহনে -
কেননা গতিই জীবন ;  জ়ীবনই গতি ।
স্বপ্ন শিথানে জাগে স্বর্ণালী ভোর
বাস্পিত সুখ উড়ে - হিমেল বাতাসে
কোমল মমতায় জড়িয়ে থাকে ক্ষণ - মহাকাল
জীবনের স্পন্দণ ।নিয়ন বাতি......
যেন আসন্ন শীতে পশমি উলে পরম আদরে
আশ্রয় খুঁজে –
ষোড়শী মুনিরার স্তন যুগল ।
আর্দ্র মৃত্তিকার বুক আগলে রাখে-
কৃষকের স্বপ্নীল সবুজের ভ্রুণ ।


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>