আজকে ছিল দ.আফ্রিকা নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডে।
এই ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ১৫৯ রানের বিশাল ব্যাবধানে হারিয়েছে দ.আফ্রিকা।
আর এই ম্যাচেই অনেকগুলো রেকর্ড গড়েছেন ডি ভিলিয়ার্স।তার মধ্যে উল্লেখযোগ্য হলো সবচেয়ে কম ইনিংসে নয় হাজার রানের মাইলফলক ছুয়েছেন তিনি।সবচেয়ে কম নয় হাজার পাঁচ বলে নয় হাজার রানের মাইলফলক ছুয়েছেন তিনি।নয় হাজার রানের মাইলফলক ছোয়া ক্রিকেটারদের মধ্যে তার গড়ই এখন সবচেয়ে বেশী।
অপরদিকে সিরেজের প্রথম টেস্টে ও কেফির ১২ উইকেটে ৩৩৩ রানের বিশাল ব্যাবধানে ভারতকে হারিয়েছে অস্টেলিয়া।ভারতের দুটি ইনিংস ছিল ১৫ ও ১০৭ রানের।
ক্রিকেট নিউজ জানতে এ ক্রিকেট বিষয়ক প্রশ্ন করতে ভিজিট করুন http://srcricketnews.Wordpress.com