প্রজন্মের সবাই কেমন আছেন...?
আসলে প্রজন্মের সাথেই আছি... কিন্তু বেশি পোষ্ট করা হয় না।
লাস্ট পোস্ট করেছিলাম ২০১৩ সালে....
আজ আবার মন চাইলো আমার তোলা আরো কিছু ছবি শেয়ার করতে....
ছবি তোলতে ভাল লাগে,যা সামনে পাই তাই তুলি,
কিন্তু ক্যামেরার অভাবে.......পারিনা।
তবে মোবাইলে তুলি....(দুধের স্বাদ ঘুলে.....)
আমার মোবাইলে তোলা কিছু ছবি....
লোকেশান:
ভাটির দেশ, মিঠামইন, কিশোরগঞ্জ।
বর্ষার সিজানে খুব সুন্দর দেখতে লাগে...
০১. কৈশরের দূরন্তপনা...
০২. কৈশরের দূরন্তপনা...
০৩.
০৪.
০৫. সাগরের মতো দেখেতে লাগে... নিজ চোখে না দেখলে আসল মজা টা পাওয়া যাবেনা।
০৬. রাজহাঁস, ওখানকার প্রায় সবার বাড়িতে আছে
০৭. রাষ্টপতির বাড়ির কাছের হেলিপ্যাডে রোদ পোহানো....
০৮. ওখানকার জনপ্রিয় রান্নার খড়ি
০৯. আমরা চার বন্ধু, যারা ঘুরতে গেছিলাম।
১০.আমার নিজের ছবি,
নিজের ছবি দেবার ইচ্ছা ছিলো না, কিন্তু পেছনের মসজিদের সাথের বাড়িটার বিশেষত্ব আছে তাই দিলাম।
এটা আমাদের বর্তমান রাষ্টপতির বাড়ি। মিঠামইন, কিশোরগঞ্জ।
আমার হোম ডিস্টিক।।