ফাল্গুনের প্রথম বৃষ্টি
ভেবে ছিলাম,
ভিঝবো আমি মন ভরি
হল নাযে মোর ভিজা
সেতো এসে থেমে গেছে
অল্প বর্ষণ হইয়া
ইচ্ছে ছিলো তাহার মাঝে
যাবো আজ আমি হারাইয়া
যতক্ষণ হইবে বৃষ্টি
ঘরে ফেরার নাম নিবো না
আফসোস আমার মনের ভেতর
সেতো আসিয়াও থাকলো না
↧
কবিতা
↧