Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

বর্তমান সমাজের অর্থনৈতিক চিত্র

$
0
0

চৌধুরী সাহেব ধনি লোক, ৫০টাকার নিচে ফ্লেক্সিলোড করে না, তাই তাকে অতিরিক্ত ১টাকা দিতে হয় না।।।।
     ফটিক চাচা গরিব মানুষ,৫০টাকার উপরে ফ্লেক্সিলোড করে না, তাই তাকে অতিরিক্ত ১টাকা দিতে হয়।

       চৌধুরী সাহেব ধনি লোক, মোবাইল এ শত শত টাকা খরচ করে, তাই মোবাইল অপারেটররা তাকে বোনাস দেয়,,,
        ফটিক চাচা গরিব মানুষ, মোবাইলে শত শত টাকা খরচ করতে পারেনা, তাই মোবাইল অপারেটররা তাকে বোনাসও দেয় না।।।
       
     চৌধুরী সাহেব ধনি লোক, বাচ্চার জন্য ১বক্সের কম কলম-পেন্সিল কিনেন না। তাই তিনি ১০-২০ টাকা কমিশন পান।।।।
     ফটিক চাচা গরিব মানুষ, বাচ্চার জন্য ১টার বেশি কলম-পেন্সিল কিনতে পারে না, তাই কোনো কমিশন ও পায় না।

           এরকম ভাবে,,,,,,,,,,,,
       আমাদের সমাজের সকল অর্থনৈতিক সুবিধাগুলো, চৌধুরি সাহেবের মত ধনি ব্যক্তিদের অনুকূলে,,,   পক্ষান্তরে, ফটিক চাচাদের মত ঘাটের মরাদের অর্থ চুষে খাওয়ার জন্য যেমন সমাজ ব্যবাস্থা দরকার, তার শতভাগ প্রতিফলিত হচ্ছে আমাদের বর্তমান সমাজে।।


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles