রাসায়নিক অস্ত্রনিরোধী আর্ন্তজাতিক সংস্থা অর্গানাইজেশন ফর দ্য প্রোহিবিশন অব কেমিক্যাল উইপনসের (ওপিসিডব্লিউ) নির্বাহী পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বাংলাদেশ। রাসায়নিক অস্ত্রনিরোধ সনদ কার্যকর করার লক্ষ্য নিয়ে ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয় ওপিসিডব্লিউ। পরে এই সংস্থা আর্ন্তজাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ মর্যাদার আসন পায়। রাসায়নিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টার স্বীকৃতি স্বরূপ ২০১৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার পায় ওপিসিডব্লিউ। গত ৭ মার্চ থেকে ১০ মার্চ নেদারল্যান্ডসের হেগে অনুষ্ঠিত ওপিসিডব্লিউয়ের ৮৪তম অধিবেশনে আগামী এক বছরের জন্য সংস্থাটির নির্বাহী কাউন্সিলের পরবর্তী চেয়ারম্যান নির্বাচন করা হয়। অধিবেশনের তৃতীয় দিনে সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য নতুন চেয়ারম্যান হিসেবে নেদারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বেলালের নাম ঘোষণা করা হয়। তিনি ওপিসিডব্লিউতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবেও দায়িত্বপালন করছেন। তিনি আগামী ১২ মে ওপিসিডব্লিউয়ের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন এবং আগামী ২০১৮ সালের ১১ মে পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন। তার বিরুদ্ধে নেদারল্যান্ডসে নিযুক্ত পাকিস্তানী রাষ্ট্রদূতকে প্রার্থী দেখিয়ে বাংলাদেশের বিরুদ্ধে নজিরবিহীন আর্ন্তজাতিক অপপ্রচার শুরু করে পাকিস্তান। কিন্তু সেই অপপ্রচারে বিভ্রান্ত হয়নি আর্ন্তজাতিক সম্প্রদায়। বরং পাকিস্তানী অপপ্রচার রুখে দিয়ে হেগে গত ৯ মার্চের নির্বাচনে খুব সহজেই বাংলাদেশি রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বেলাল প্রতিদ্বন্দী পাকিস্তানী রাষ্ট্রদূতকে পরাজিত করেন। নোবেলজয়ী এই মর্যাদাপূর্ণ আর্ন্তজাতিক সংস্থার চেয়ারম্যান নির্বাচিত হওয়াকে বাংলাদেশের জন্য এক বড় কূটনৈতিক সাফল্য।
↧