Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

পিসি পাওয়ার সাপ্লাই বারবার নষ্ট হচ্ছে।

$
0
0

খুব অল্প কথায় সমস্যাটি উপস্থাপন করছি।

আমার পিসির পাওয়ার সাপ্লাইটি বার বার নষ্ট হয়ে যাচ্ছে। গতকাল পিসিটি আগের জায়গা হতে সরিয়ে অন্যত্র নিয়ে গেছিলাম। সকল কানেকশন দেয়ার পর যেই পিসি অন করলাম সাথেসাথে সিপিইউ এর পিছন দিকে আলোর ঝলকানি দেখতে পাই । এর পরপরি পিসি অফ হয়ে যায় । পিএসইউ খুলে দেখি গ্লাস ফিউজ ঊড়ে গেছে। সমমানের F5AL250v আরেকটি গ্লাস ফিউজ প্রতিস্থাপনের পর যখন সিপিইউ এর প্লাগ লাগাই তখন আবার ফিউজ নষ্ট হয়ে যায় সিপিইউ অন না করলেও। এর আগেও নিয়মিত পাওয়ার সাপ্লাই নষ্ট হয়েছে। এবার বদলালে ৫ নাম্বার পাওয়ার সাপ্লাই হবে। এবার অবশ্য ইউপিএস লাগানো ছিলনা । কারণ ইউপিএস নষ্ট। সমস্যাটা কি হতে পারে ?

অন্যান্যঃ

  • দুই মাসের মত পিসি অফ ছিল কিন্তু কারেন্ট / প্লাগড ইন অবস্থায় ।

  • কোর টু ডুয়ো প্রসেসর , ২ জিবি র্যাম।

  • সিপিইউ এর ভেতর বিশ্রি আওয়াজ হয়।

গ্লাস ফিউজ
গ্লাস ফিউজ


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>