Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

চলুন জানি সেরা ১০টি ফাইটার জেট সম্পর্কে দেখি কার কেমন ক্ষমতা!(ভিডিও)

$
0
0

সবাই কেমন আছেন ?। আমি মনে করি অবশ্যই ভাল আছেন। এইটা আমার প্রথম লেখা এখানে তাই ভুল যদি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

আজকে আমি আপনাদের জানাব সারা পৃথিবীর সেরা ১০ টি ফাইটার জেট সম্পর্কে বা সেরা ১০ টি যুদ্ধ বিমান সম্পর্কে। এই বিমান গুলো নির্বাচন করা হয়েছে তাদের ক্ষমতা, উপযোগিতা ও অনন্য আরও অনেক বিষয়ের ওপর। আমি এখানে সংক্ষিপ্ত বর্ণনা দিলাম আপনারা ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন। তো চলুন শুরু করি।

    ১০।  মিগ ৩৫ (রাশিয়ার মিকয়েন এর দ্বারা তৈরি) এটি ৪ ++ প্রজন্মের মাল্টি রোল বা বিভিন্ন কাজের উপযোগী।
    ৯। এফ ১৬ ফাইটিং ফালকন (আমেরিকার জেনারেল ডাইনামিকস এর দ্বারা তৈরি) এটি ৪ প্রজন্মের মাল্টি রোল বা বিভিন্ন কাজের উপযোগী সুপারসনিক ফাইটার।
    ৮। জে এ এস ৩৯ গ্রীপন (সুইডেনের সাব গ্রুপ এর দ্বারা তৈরি) এটি ৪ প্রজন্মের মাল্টি রোল বা বিভিন্ন কাজের উপযোগী সুপারসনিক লাইট কৌশল গত ফাইটার।
    ৭। দ্যাসল্ট রাফালে (ফ্রান্স দ্যাসল্ট এর দ্বারা তৈরি) এটি ৪ প্রজন্মের মাল্টি রোল বা বিভিন্ন কাজের উপযোগী ডেল্টা ডানার কৌশল গত ফাইটার।
    ৬। ইউরো-ফাইটার টাইফুন  (ব্রিটেন, জার্মানি, ইতালি ও স্পেন এর দ্বারা সম্মিলিত তৈরি) এটি ৪ প্রজন্মের মাল্টি রোল বা বিভিন্ন কাজের উপযোগী ডেল্টা ডানার কৌশল গত ফাইটার সেই সাথে আকাশে প্রাধান্য বিস্তারে উপযোগী।
    ৫। এফ ৩৫ লাইটনিং II (আমেরিকার লকহিড মারটিন এর দ্বারা তৈরি)
    এটি ৫ প্রজন্মের মাল্টি রোল বা বিভিন্ন কাজের উপযোগী সুপারসনিক কৌশল গত ফাইটার যা স্টেলথ বা রাডার এড়াতে সক্ষম।
    ৪। এস ইউ-৩৫ (রাশিয়ার সুখই কোম্পানি এর দ্বারা তৈরি) এটি ৪ প্রজন্মের মাল্টি রোল বা বিভিন্ন কাজের উপযোগী হেভি ফাইটার সেই সাথে আকাশে প্রাধান্য বিস্তারে উপযোগী ও অত্যাধুনিক নাড়াচাড়া বা মুভেবল।
    ৩। চেংদু জে-২০ (চীনের চেংদু এর দ্বারা তৈরি) এটি ৫ প্রজন্মের মাল্টি রোল বা বিভিন্ন কাজের উপযোগী সুপারসনিক কৌশল গত কমব্যাট ফাইটার যা স্টেলথ বা রাডার এড়াতে সক্ষম।
    ২। পাক ফা-টি ৫০ (রাশিয়ার সুখই এর দ্বারা তৈরি)(ভারতের ও কিছু অংশ গ্রহন আছে) এটি ৫ প্রজন্মের মাল্টি রোল বা বিভিন্ন কাজের উপযোগী সুপারক্রুজ আকাশে প্রাধান্য বিস্তারে উপযোগী ফাইটার যা স্টেলথ বা রাডার এড়াতে সক্ষম ও অত্যাধুনিক নাড়াচাড়া বা মুভেবল।
    ১। এফ ২২ রাপটার (আমেরিকার লকহিড মারটিন এর দ্বারা তৈরি) এটি ৫ প্রজন্মের মাল্টি রোল বা বিভিন্ন কাজের উপযোগী সুপারক্রুজ আকাশে প্রাধান্য বিস্তারে উপযোগী সুপারসনিক কৌশল গত কমব্যাট ফাইটার যা স্টেলথ বা রাডার এড়াতে সক্ষম এবং পরীক্ষিত।

এখানে ভিডিওতে আরও বিস্তারিত দেখুনঃ
https://www.youtube.com/watch?v=WrezUkr1i5s

ধন্যবাদ আমার লেখা পড়ার জন্য এই রকম প্রযুক্তি বিষয়ক আরও জানতে আমার চ্যানেল Interesting News videos এ ঘুরে আসতে পারেন।

এখানে দেখুন পৃথিবীর সেরা ১০ হ্যাকার সম্পর্কে


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>