Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

বরুণ ফুল

$
0
0

ফুলের নাম : বরুণ, **াই, লামক, অবিয়ুচ, বর্না, বিদাসি।
বোজ্ঞানিক নাম : Crateva Religiosa
ইংরেজী নাম : Sacred Garlic Pear, Temple Plant
ছবি তোলার স্থান : কিশোরগঞ্জ।
তারিখ : ২৪/২/২০১৭ ইং
ক্যামেরা : Nikon D80

https://c1.staticflickr.com/4/3870/33359448516_8ea29aeeaf_c.jpg

বরুণ একটি ফুল গাছের নাম, যদিও বরুণকে কেউ যত্ন করে লাগায় না।
বরুণ জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং কতিপয় দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের স্থানীয় গাছ। আফ্রিকা মহাদেশের বিভিন্ন অংশে বরুণকে ফলের জন্য চাষ করা হয়। আমি যতদূর জানি এর ফল বিষাক্ত।

বাংলাদেশের গ্রামাঞ্চলে বরুণ গাছ আগে হরহামেশাই দেখ মিললেও এখন অনেকটাই কমে গেছে। ৩৫ থেকে ৫০ ফুট উঁচু হতে দেখা যায় পত্রমোচী এই বরণ গাছকে। ৩টি পাতার যৌগিকপত্র উপরে চকচকে, নিচে ফ্যাঁকাসে। অতীতে বাংলাদেশে ফল পাকাতে বরুণ গাছের পাতা ব্যবহার করা হত। বর্তমাণে বরুণ পাতার যায়গা নিয়েছে ক্ষতিকারক ক্যামিকেল।

https://c1.staticflickr.com/1/731/33359448906_4ffc8911c9_c.jpg

বরুণ গাছে বসন্তে নতুন পাতার পরে গ্রীষ্মের শুরুতে বড় বড় থোকা থোকা সাদা ফুল ফোটে। বোঁটা ৩ থেকে ৫ সেমি লম্বা। বরুণের ৫টি মুক্ত পাপড়ি থাকে। পরে অনেকটা কতবেলের মত দেখতে গোলাকার ফল হয়। ফল শক্ত ও শাঁসাল হয।


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>