সময়োপযোগী ভাবনা আর তা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের ধারাবাহিকতাই বর্তমান গণতান্ত্রিক সরকারের উপর্যুপরি সাফল্যের চাবিকাঠি। সরকারের প্রাগ্রসর ভাবনার কারণেই বাংলাদেশ আজ ক্রমশঃ বিবর্তিত হচ্ছে ডিজিটাল বাংলাদেশে। আর এরই ধারাবাহিকতায় ডিজিটাল বাংলাদেশের বিভিন্ন বিষয় সামাজিক যোগাযোগের মাধ্যমে (সোশ্যাল মিডিয়া) তুলে ধরার জন্য সাংসদদের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। গত শনিবার রাতে জাতীয় সংসদের ভিআইপি ক্যাফেটেরিয়ায় ‘ডিজিটাল মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন। সরকারের বাস্তবায়ন করা কর্মকাণ্ডের সমন্বিত প্রচার, ডিজিটাল বাংলাদেশের নানাবিধ অর্জন স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দেয়া, জনপ্রতিনিধিদের সঙ্গে জনগণের যোগাযোগ, ডিজিটাল মাধ্যম ব্যবস্থাপনা কার্যকর করার লক্ষ্যে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। আধুনিক প্রযুক্তি ভাবনায় উজ্জীবিত হয়ে বর্তমানে সাংসদদের সোশ্যাল মিডিয়ায় ডিজিটাল বাংলাদেশকে তুলে ধরতে আরও বেশি তৎপর হতে হবে। এতে একদিকে তারা যেমন জনগণের বিশেষ করে তরুণ প্রজন্মের সাথে আরও বেশি সম্পৃক্ত হবেন, অন্যদিকে কুচক্রিদের অন-লাইন ভিত্তিক অপপ্রচার মোকাবেলাতেও সক্ষমতা বাড়বে। এ জন্য সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় সাংসদদের প্রয়োজনীয় ও অব্যাহত সহযোগিতা প্রদানের কর্ম পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়ন শুরু করেছে।
↧