যখন তুমি ছিলে,
আমার আর অন্য কোনো আসক্তি ছিল না।
আমি শুধু তোমাতে মাতাল ছিলাম।
তোমাদের একচক্ষু ঈশ্বরের কসম,
একটুও ছুঁয়ে দেখি নি অন্য কোনো মাদক।
যখন তুমি ছিলে,
তোমার লাজনম্র নত মুখের লালিমার থেকে
অন্য কোনো শক্ত সুরা আমার ছিল না।
যখন তুমি ছিলে,
তোমার নেশাতেই ডুবে ছিলাম অহোরাত্র
তোমার চোখে চেয়ে আকন্ঠ পিয়েছি
কামনার তিয়াসী জল-পাত্র!
এখন তুমি নেই, হারিয়ে ফেলেছি তোমায়
তোমাদের পক্ষপাতদুষ্ট পরম ঈশ্বরের দয়ায়!!
এখন আমার আসক্তি কেবলই নিরাসক্তিতে,
রাত্রির মৌন প্রপাতে নিঃসঙ্গতা গিলি
হুইস্কি, রাম, শেরি... নষ্ট জলে মেকি সুখ কিনি।
যখন তুমি ছিলে, তোমার বুকের উষ্ণতার থেকে
বড় মাদক আমার সত্যিই কিছু ছিল না।
আহা, কেউ বোঝে না বিরহী এ বুক কত উন্নদ্ধ উথাল
কেউ জানে না এখন আমি
কেবলই তুমিহীন শূন্যতায় চুর-মাতাল!
উদাসীন
১৪/০৩/২০১৭