Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

বৃষ্টি কাব্য..........

$
0
0

নেট কালেকটেড এনিমেশন ছবিটি
https://lh3.googleusercontent.com/-mH1y0HLA4C0/WM9p3JWtdlI/AAAAAAABLxI/Kf0Xkk3hI0Y7--5FnO_0KzDVYW6uSxQCwCJoC/w551-h356-rw/book-in-rain.gif
©কাজী ফাতেমা ছবি

মেঘলা আকাশ-মেঘলা দিনে
বসে জানলার পাশে
বইয়ের পাতায় তোমার ছবি
চোখে কেবল ভাসে।

এসে দেখো এখান'টাতে
ঝরছে বৃষ্টি অঝোর
জোড়া শালিক বৃষ্টি দেখছে
আমি কেবল বেজোড়!

জানলার পর্দা নড়ে চড়ে
ফাঁকে আসে হাওয়া
বৃষ্টির ছিটায় ভিজল পাতা
ভিজল দখিন দাওয়া।

গাছের পাতায় বৃষ্টির কান্না
থিরথিরিয়ে কাঁপে
এসো চলে কাটবে ভালো
উষ্ণ চায়ের তাপে।

যেয়ো নাকো ঘরের বাইরে
বৃষ্টি দেখবো সাথে
ইচ্ছে হলেই রাখতে পারো
হাতটা আমার হাতে।

হিমেল হাওয়ার শিহরণে
কাঁপবে যখন তুমি
ছুঁয়ে দিলে তোমায়-হবে
সুখের মনোভূমি।

এমন দিনে একলা একা
ভাল্লাগে না আমার
চলে যাচ্ছো হনহনিয়ে
হৃদয় যেনো তামার!

২।
রিনিঝিনি বৃষ্টির নুপূর
বাজে আমার প্রাণে
সময় কাটুক এমন দিনে
মৃদু সুরের গানে।

বইয়ের পাতায় মন ডুবিয়ে
পড়ব প্রেমের গল্প
ভাসবো সুখে উথাল পাতাল
গাইবো সুরে অল্প।

অফিস কামাই করবো আমি
হবো বৃষ্টির সঙ্গী
বৃষ্টির জলে পা ছুঁয়ায়ে
ইচ্ছের পাখি ঢঙ্গী।

ফাগুন গেলো চৈত্র এলো
অবেলার এই বৃষ্টি
বন্ধু তুমি চলে এসো
হয়ে আজকে ইষ্টি।

দু'জন মিলে বৃষ্টি বেলায়
প্রেমে হবো সিক্ত
আর হবো না তুমি আমি
ভালবাসায় রিক্ত।

https://scontent-hkg3-1.xx.fbcdn.net/v/t1.0-9/17308815_1567592479935162_632521708439805220_n.jpg?oh=a0f79911ec8f28c283c4c7e04c1e948f&oe=5928232E


৩।
বৃষ্টির জলে ধুয়ে দিবো
মনের যত কষ্ট
যাবো নাকো সে পথে আর
যে পথ ছিলো ভ্রষ্ট।

মন'টা যেনো হয় গো আমার
বৃষ্টির মতন স্বচ্ছ
এই দুনিয়ার যত মোহ
লাগে যেনো তুচ্ছ।

প্রভুর রহমত বৃষ্টির ধারায়
ভাসিয়ে দিব পাপ
ক্ষমা চাইবো প্রার্থনাতে
প্রভু করো পাপ মাফ।

শীতল জলের ছায়ায় বসে
আসবে মনে শান্তি
কেটে যাবে মনমাঝারের
অশুভ সব ভ্রান্তি।

শোকর গুজার করি প্রভু
বসে বৃষ্টির ছায়ায়
কি অপরূপ বৃষ্টির ফোঁটা
টানে স্নিগ্ধ মায়ায়।

ভালবাসি প্রভু তোমায়
বৃষ্টি ভালবাসি
বৃষ্টির জলের ছোঁয়ায় মনে
শান্তি রাশি রাশি।


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles