আমি গ্রামে থাকি আমাদের এখানে প্রায় সবগুলো মোবাইল সিম অপেরেটর এর ইন্টারনেট স্পিড একেবারেই খারাপ। রবি, এয়ারটেল, টেলিটক, বাংলালিংক এর ইন্টারনেট স্পিড একেবারে পাইনা বললেই চলে তারমধ্য গ্রামিনফোন এ মোটামুটি স্পিড পাওয়া যায় তাও তা ১০০ কেবি..র উপরে উঠে না। আর ঘরের ভিতরে স্পিড ৫-৭ কেবি। এখন আমাদের এখানে ব্রডব্যান্ড কানেকশন ও না কয়েকটা আছে তাও আমাদের বাশা থেকে প্রায় ৩ কিমি. দূরে আর সেখান থেকে শুধু আমাকে কানেকশন দিতে তারা রাজি হচ্ছেনা।
এখন আমার প্রশ্ন হচ্ছে এমনকি কোন বিকল্প ব্যবস্থা আছে যার মাধ্যমে আমি দ্রুতগতির ইন্টারনেট সেবা পেতে পারি। অভিজ্ঞদের মতামত আশা করছি।
↧
কিভাবে দ্রুতগতির ইন্টারনেট সেবা পেতে পারি সে ব্যাপারে সাহায্য চাই
↧