Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

পোশাক রপ্তানিতে আশার আলো

$
0
0

তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা স্বস্তি ফিরেছে। চলতি ২০১৬-১৭ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি মেয়াদে তৈরি পোশাক খাতের পণ্য রপ্তানিতে আয় হয়েছে ১ হাজার ৬৮৩ কোটি ৮৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার; যা এ সময়ের রপ্তানি লক্ষ্যমাত্রার তুলনায় ৫ দশমিক ৬৪ শতাংশ কম। তবে গত অর্থবছরের প্রথম ৮ মাসের তুলনায় এবার এ খাতের পণ্য রপ্তানি আয় ২ দশমিক ৮২ শতাংশ বেড়েছে। চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি মেয়াদে নিটওয়্যার পণ্য রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৯২১ কোটি ৩৩ লাখ মার্কিন ডলার। আলোচ্য সময়ের মধ্যে এ খাতে বৈদেশিক মুদ্রা আয় হয়েছে ৯০৭ কোটি ৬২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার; যা লক্ষ্যমাত্রার চেয়ে ১ দশমিক ৪৯ শতাংশ কম। তবে গত অর্থবছরের একই সময়ের তুলনায় আলোচ্য খাতের রপ্তানি আয় ৫ দশমিক ১০ শতাংশ বেড়েছে। ২০১৫-১৬ অর্থবছরে ওভেন গার্মেন্টস পণ্য রপ্তানিতে আয় হয়েছিল ১ হাজার ৪৭৩ কোটি ৮৭ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে ওই অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি মেয়াদে আয় হয়েছিল ৯৪৮ কোটি ৪২ লাখ ২০ হাজার মার্কিন ডলার। ২০১৬-১৭ অর্থবছরে আলোচ্য খাতে রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৬২১ কোটি মার্কিন ডলার। ২০১৬-১৭ অর্থবছরের প্রথম ৮ মাসে অর্থাৎ জুলাই-ফেব্রুয়ারি মেয়াদে নিটওয়্যার পণ্য রপ্তানিতে আয় হয়েছে ৯০৭ কোটি ৬২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। একই সময়ে ওভেন গার্মেন্টস পণ্য রপ্তানিতে আয় হয়েছে ৯৫৬ কোটি ২৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। ২০১৫-১৬ অর্থবছরে নিটওয়্যার পণ্য রপ্তানিতে আয় হয়েছিল ১ হাজার ৩৩৫ কোটি ৫৪ লাখ ২০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে ওই বছরের প্রথম ৮ মাসে আয় হয়েছিল ৮৬৪ কোটি ৩৪ লাখ মার্কিন ডলার। ২০১৬-১৭ অর্থবছরে আলোচ্য খাতে রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪১৬ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর মেয়াদে ওভেন গার্মেন্টস পণ্য রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৫৪ কোটি ৪ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। এই সময়ের মধ্যে এই খাতে বৈদেশিক মুদ্রা আয় হয়েছে ৯৫৬ কোটি ২৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার; যা লক্ষ্যমাত্রার চেয়ে ৯ দশমিক ২৮ শতাংশ কম। তবে গত অর্থবছরের একই সময়ের তুলনায় আলোচ্য খাতের রপ্তানি আয় শূন্য দশমিক ৮৩ শতাংশ বেড়েছে।


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles