ইন্টারনেট সম্পর্কে অামার প্রথম ধারনা জন্মায় যখন অামি ষষ্ঠ শ্রেনীর ছাত্র। যদিও সেটা শুধুই ধারনা মাত্র, কিন্তু তীব্র আগ্রহ থাকার দরুন ইন্টারনেটের সাথে জরিয়ে পড়ি তখন তখনই। কিন্তু তখন সেটা ছিলো শুধু ফেসবুক আর ওয়াপট্রিক-ফিউশনবিডি ভিত্তিক। কিন্তু তারপরেও ব্লগ সম্পর্কে মোটামোটি একটা ধারনা ছিলো। আর সে জন্যেই বোধহয় ফেসবুকের ওয়ার্ক ওপশনে লিখেছিলাম - ব্লগার/writter at প্রজন্মব্লগ.কম। কিন্তু দীর্ঘ ৮ বছর পেরিয়ে গেলেও প্রজন্মব্লগের কোনকিছুর সাথে সম্পৃক্ত হই নি বা হতে পারিনি। কিন্তু মাঝে-সাঝে প্রজন্মব্লগের বিজ্ঞান এবং মহাকাশ-বিজ্ঞান বিভাগের কিছু লেখা পড়েছি। আজ এটাই প্রজন্মফোরামে আমার প্রথম লিখা। সবার কাছে শুভকামনা আশা করছি যাতে আমার ব্লগিং যাত্রা শুভ হয়। আর আজকে এখনের পর থেকে আমি নিয়মিত ব্লগে একটিভ থাকবো এবং আমি আমার অভিজ্ঞতাগুলো প্রতিনিয়ত ব্লগে শেয়ার করবো। সেই সাথে আমি প্রতিজ্ঞা করলাম ব্লগের কোন নিয়ম কানুন আমি লঙ্ঘন করবো না।
↧
একজন নবীনের মন-বাসনা
↧