বাসা থেকে বের হবো এমন সময় বাবা পেছন থেকে ডাক দিলেন।
-কিছু টাকা হবে রে বাবা?
হঠাৎ ছোট বেলার একটা কথা মনে পড়ে গেলো। যখন আমি স্কুলে যাওয়ার আগে বাবার কাছে টাকা চাইতাম
তখন বাবা বলতো কত টাকা লাগবে?
আমি বলতাম দুটাকা হলেই চলবে।
তখন বাবা দুটাকার জায়গায় পাঁচ টাকা দিয়ে বলতেন টিফিনে কিছু খেয়ে নিও।
পকেট থেকে মানিব্যাগটা বের করে ১০০ টাকা রেখে যা ছিলো সব দিয়ে দিলাম।
বাবা বললেন- এত টাকা তো দরকার নেই।
- রাখো তো বাবা। বাইরে যাও বন্ধুদের সাথে আড্ডা দাও মজা করো।
কথাগুলো বলেই রওনা হলাম অফিসের দিকে। ইশ বাবা মনে হয় চোখের কোনের জলটা দেখেই ফেললো।
কী জানি হয়তো বাবার চোখেও লবনাক্ত জল ছটফট করছে।
#ভালোবাসি ভালোবাসি তোমায় বাবা অনেক।