বাংলাদেশ এখন একটা উন্নয়নের রোল মডেল। আজকে বিদেশীরাই বলে বাংলাদেশ একটা উন্নয়নের রোল মডেল। এটাতো এমনি এমনি হয়নি। সুপরিকল্পিতভাবে নেয়া বর্তমান সরকারের পদক্ষেপসমূহের জন্যই এটা সম্ভব হয়েছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি আরও আধুনিক ও মানসম্পন্ন সেবা প্রদানের লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন। বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানী লিমিটেড বা বিটিসিএল বাংলাদেশের সরকারি টেলিফোন সংস্থা ও বাংলাদেশের সর্ববৃহৎ টেলিযোগাযোগ কোম্পানী। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ড(বিটিটিবি) হিসেবে কোম্পানীটি প্রতিষ্ঠা করা হয়েছিল। জুলাই ১, ২০০৮ সালে বিটিটিবিকে পাবলিক লিমিটেড কোম্পানি করা হয় এবং বিটিসিএল হিসেবে নামকরণ করা হয়। কালের পরিক্রমায় যুগের সাথে তাল মিলিয়ে সব কিছুর ডিজিটালাইজড করা হচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে প্রথম ধাপ হিসেবে মানসম্পন্ন সেবা প্রদানের লক্ষ্যে খিলগাঁও এক্সচেঞ্জের অধীন ১০ হাজার টেলিফোন নম্বর ৮ ডিজিটে রূপান্তর করা হচ্ছে। ‘৭২১’ গ্রুপের সব ৭ ডিজিট নম্বর ২৪ এপ্রিল থেকে পর্যায়ক্রমে নতুন ৮ ডিজিটে রূপান্তর হবে। সাবেক সব নম্বরের আগে ৪ যোগ হবে। তবে বাকি সব নম্বর অপরিবর্তিত থাকবে। পুরনো নম্বর এবং পরিবর্তিত নতুন নম্বরের তালিকা ও তথ্য বিটিসিএলের ওয়েবসাইটে (http://www.btcl.com.bd/en) পাওয়া যাবে। পাশাপাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে গ্রাহকদের নতুন নম্বর জানিয়ে দেওয়া হবে। এছাড়া যেকোনো প্রয়োজনে অফিস সময়ে ৫৫১২০০১০ এবং ৭২৫৩৩২২ নম্বরে ফোন করতে গ্রাহকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। এভাবে পুরাতনকে পেছনে রেখে নতুনকে সামনের দিকে নিয়ে যাচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি হচ্ছে আরও আধুনিক ও মানসম্পন্ন ।
↧