অনেক দিন ফোরাম এ একরকম নিষ্ক্রিয়ই বলা চলে,মাঝে বিড়াট ঝড় ঝঞ্জাট পাড় করে এখন মোটামোটি সুস্থ।আজকে আমি নিয়ে আসলাম আমার ছাদ বাগানের কিছু ছবি,আশা করি সবার ভালই লাগবে।উল্লেখ্য বিভিন্ন সময়ে ছবিগুলো তোলা হয়েছে।
আমার ছাদে বেড সিস্টেম,ড্রাম ও টবে গাছ লাগানো আছে।আমি সবজী ফুল ও ফল তিন ধরনের জিনিসই করি।সেই সাথে ছোট্ট একটা জলবাগানও রয়েছে।বন্ধুদের কেউ যদি বাগান করতে ইচ্ছুক হন তাহলে শাক-সবজীর জন্য বেড সিস্টেম টা খুব ভাল হবে।আমার বেড এর ছবি থেকে আশা করি আপনারা ধারনা নিতে পারবেন,ধন্যবাদ সবাইকে।
বেড এর স্টিল ফ্রেম স্ট্যান্ড।
ফ্রেমস্ট্যান্ড এ কাঠের বডি স্থাপন।
এটা শুধু বেড স্ট্যান্ড ছাড়া।
বেড এ করা শাক সাথে বেগুন এর চারা।
স্ট্যান্ডবেড পাশাপাশি দুটি।
আমার ছাদ বাগানের অংশ বিশেষ।
এই বৃষ্টিতে রেইন লিলি।