Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

এপিগ্রাম ইন "তিতাস একটি নদীর নাম"

$
0
0

https://previews.pdf-archive.com/2014/09/13/titash-ekti-nadir-naam/preview-titash-ekti-nadir-naam-1.jpg

তিতাস একটি নদীর নাম
অদ্বৈত মল্লবর্মণ

বই পড়ার সময় এপিগ্রাম গুলি সহজাত ভাবেই আমার চোখে পড়ে, আর সেগুলিকে আলাদা করে টুকে রাখাটা আমার স্বভাব। শত শত বইয়ের এপিগ্রাম লেখা আছে আমার কাছে। এখনও বই পড়ার সময় এই অভ্যাস নিরবে কাজ করে যায়। তারই ফল আজকের এই "তিতাস একটি নদীর নাম" উপন্যাসের এপিগ্রাম সমুহ।


১। নাম আসলে কয়েকটি অক্ষরের সমষ্টি ছাড়া আর কিছু নয়।

২। শরতে আকাশের মেঘগুলিতে জল থাকে না।

৩। হেমন্তের মুমুর্ষ অবস্থায় ধান কাটার মৌসুম শুরু হয়।

৪। কুমারীদের বুকের উপর ঢেউ জাগার আগে মন যখন খেলার খেয়ালে রঙ্গিন।

৫। নিশ্চেষ্ট লোককে ভৎসনা করিয়া কোন ফল পাওয়া যায় না।

৬। অনেক মরিয়া গিয়াও তারা অনেক বাঁচিয়া থাকে।

৭। নদী ভাঙ্গিয়াছে গাছে ছাওয়া জনপদ, গড়িয়াছে নিষ্ফলা ধূ ধূ বালুচর।

৮। বৃহত্তর প্রয়োজনের পায়ে ক্ষুদ্র আয়োজনের প্রয়োজন অগ্রাহ্য হয়ে যায়।

৯। লাভের বাণিজ্যে সকলেই তৎপর।

১০। যা দৃষ্টির বাইরে তারই হাতছানিতে মানুষ বিপদের দিকে পা বারায়।

১১। প্রেমের দেবতা কোথায় কার জন্য ফাঁদ পেতে রাখে কে জানে।

১২। ১৫ বছর বড়ই সাংঘাতিক বয়স মেয়েদের জন্য,মনের চঞ্চলতা শরীরে ফুটে উঠে।

১৩। একবার উঠে কয়েক পাক নাচতে পারলেই লজ্জা কেটে যায়।

১৪। খুশির সর্গ থেকে সরাসরি মরুর বালিতে।

১৫। কেউ কেউ কাজের তাড়া দিতে জানে, কাজের পথ দেখাইতে জানে না।

১৬। গোমরা মুখের সঙ্গে ভাব করতে যাওয়া নিরর্থক।

১৭। বিরক্তি অনেক সময় মানুষকে নির্মম করে তোলে।

১৮। ঘরের মালিক তার বাসিন্দা, কিন্তু মাটির মালিক জমিদার।

১৯। তার সারা দেহে বার্ধক্য যেন জোড় করে ছাপ মেরেছে।

২০। যে পথ চিনে চলে তার পথ একটি, আর যে পথ হারা হয়ে চলে তার পথ শত শত।

২১। মাঝে মাঝে মানুষের মনে কোন চিন্তা এসে ঢোকে আকস্মিক ভাবে, কোন খবর নাদিয়েই।

২২। অতীতকে নিয়ে হাসতে পারি, কাঁদতে পারি, স্বপ্ন সাজাতে পারি কিন্তু তাকে হাতের মুঠিতে পাই না। হাতের মুঠায় যাকে পাই সে বর্তমান। আশায় আশায় বুক বাধাতে আছে ভবিষ্যৎ।

২৩। গড়িবের হাতে টাকা পড়লে উড়ার জন্য ছটফট করে।

২৪। মানুষের কুটুম আসা যাওয়ায়, আর গরুর কুটুম লেহনে পেছনে।

২৫। দিনের আলোতে যাকে সত্য আর বাস্তব মনে হতে পারে, রাতের অন্ধকার তাকে অবাস্তব রহস্যে রূপায়িত করে দেয়।

২৬। যৌবন তাকে ছেড়ে যাচ্ছে, তবুও গায়ের সামর্থ্যের ভাটা পরে নাই।

২৭। তীর্থের মধ্যে কাশী আর ইষ্টির মধ্যে মাসী।

২৮। ধানের মধ্যে খামা আর কুটুমের মধ্যে মামা।

২৯। অতীতের সঙ্গে বর্তমানের যে যোগসূত্র আছে, ভবিষ্যতের দিকে পা বাড়ালে তা ছিন্নভিন্ন হয়ে যাবে।

18 minutes and 15 seconds after:

এপিগ্রাম
বই পড়ার সময় এপিগ্রাম গুলি সহজাত ভাবেই আমার চোখে পড়ে, আর সেগুলিকে আলাদা করে টুকে রাখাটা আমার স্বভাব। শত শত বইয়ের এপিগ্রাম লেখা আছে আমার কাছে। এখনও বই পড়ার সময় এই অভ্যাস নিরবে কাজ করে যায়। তারই ফল এই লেখাগুলি।

এপিগ্রাম ইন “দেওয়ানে বু-আলী শাহ্ কালান্দার”

এপিগ্রাম ইন "ভয়ংকর সুন্দর"
এপিগ্রাম ইন "পাহাড় চূড়ায় আতঙ্ক"

এপিগ্রাম ইন “আজ চিত্রার বিয়ে”
এপিগ্রাম ইন "হিমু এবং একটি রাশিয়ান পরী"
এপিগ্রাম ইন "গৌরীপুর জংশন"

এপিগ্রাম ইন "তিতাস একটি নদীর নাম"


এপিগ্রাম ইন "ক্লিওপেট্রা"


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>