Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

বড়নখা বা ছোটপানা[

$
0
0

মাস কয়েক আগে সেই জয়দেবপুর থেকে একটি বড়নখার মুল নিয়ে এসেছিলাম কয়েকটি পাতা সহ। ৫লিটারের তেলের বোতল কেটে সেটাতে রেখে দিয়েছিল গাছটি। গতকাল ফুল ফুটেছে।

http://i.imgur.com/pWEa926.jpg

ফুলের নাম : বড়নখা বা ছোটপানা
বৈজ্ঞানিক নাম : Monochoria hastata
ইংরেজী নাম : Arrow Leaf Pondweed, arrow-leaf monochoria, hastate-leaf pondweed, monochoria
ছবি তোলার স্থান : আমার বারান্দায়।
তারিখ : ০৪/০৫/২০১৭ ইং

বড়নখা জলজ আগাছা জাতীয় উদ্ভিদ। বাংলাদেশের প্রায় সকল গ্রামের জলাভূমি, হাওড়, বিলের পাড়ে বড়নখা দেখা যায়। ধান ক্ষেতের মধ্যেও মাঝে মাঝে পাওয়া যায়। তবে বড়নখাকে এখন বিপদাপন্ন হিসেবে বিবেচনা করা হয়।

এরা সাধারণত ৫০ সেন্টিমিটার থেকে ১৫০ সেন্টিমিটার পর্যন্ত বড় হয়। এটি বর্ষজীবী। এদের পাতা সামনের দিকে চোখা বর্শাকৃতির। মূল কাণ্ড থেকে প্রথমে পাতার ঠিক নিচ থেকে ফুলের কলি বের হয়। দুই তিন দিনের মধ্যে কলি থেকে সুন্দর নীলচে বেগুনী বড়নখা ফুল ফোটে।

এটির ঔষধি গুনাগুণ রয়েছে, শিকড় পেটের সমস্যা ও যকৃতের সমস্যায় ব্যবহার করা হয়। চুলকানি (scabies) জন্য এটার ব্যবহার রয়েছে। দাঁতের ব্যথায় শিকড়ের রস এবং হাঁপানি রোগে কাণ্ডের ছাল বেশ ফলদায়ক।


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>