Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

বিশ্বমানের বিনিয়োগ গন্তব্য হিসেবে পরিচিতি পাচ্ছে বাংলাদেশ

$
0
0

বাংলাদেশকে একটি আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্য হিসেবে গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করার চেষ্টার পাশাপাশি অভ্যন্তরীণ বিনিয়োগে গতি আনতে বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ বিভিন্ন সংস্কারের মধ্য দিয়ে একটি উদার বিনিয়োগ পরিবেশ তৈরি করেছে, যা কিছু ক্ষেত্রে থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়ার চেয়েও উৎসাহব্যাঞ্জক। সেই সঙ্গে স্থানীয় বিনিয়োগে গতি আনতে বিডা ‘ইনভেস্টমেন্ট প্রমোশনের’ বিষয়টি কেবল ঢাকা চট্টগ্রামের মধ্যে সীমাবদ্ধ না রেখে সারাদেশে ছড়িয়ে দেয়ার চেষ্টা করছে সরকার। অদূর ভবিষ্যতে বাংলাদেশে একটি বড় পরিবর্তন দেখা যাবে। ইতোমধ্যে এটার লক্ষণ দেখা দিয়েছে। পণ্য পর্যায়ে আন্তর্জাতিক বাজারের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা যতটা গভীর, বিনিয়োগ ও অর্থায়নের ক্ষেত্রে ততটা নয়। বিদেশী বিনিয়োগকারীরা বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে সরাসরি অংশগ্রহণ করতে পারেন এবং তহবিল যোগাতে পারেন- সেই বার্তা তাদের জানানো হচ্ছে। বাংলাদেশের পুঁজিবাজারকে এখন অনেক বেশি ‘নিরাপদ ও সুশৃঙ্খল’ হিসেবে বিশ্ববাসীর কাছে জানানো হচ্ছে। পুঁজিবাজারে আসার জন্যও বিদেশী বিনিয়োগকারীদের উৎসাহিত করা হচ্ছে। নাসডাক, ডাও জোন্সের মতো বিদেশী অপারেটরদের বাংলাদেশের পুঁজিবাজারে যুক্ত করা যায় কিনা, সে বিষয়েও আলোচনা হচ্ছে। ‘এটা শুধু টাকার বিষয় নয়, বিদেশী বিনিয়োগের সঙ্গে তাদের যে নলেজ আছে, এক্সপার্টিজ আছে, গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেস আছে, সেগুলো বাংলাদেশে যাওয়া প্রয়োজন। শুধু স্থানীয় অর্গানাইজেশনের পক্ষে ফিনালসিয়াল সেক্টরকে বিশ্বমানে নিয়ে যাওয়া সম্ভব না। সেজন্য বাংলাদেশ বিদেশী বিনিয়োগে উৎসাহিত হচ্ছে। বিনিয়োগ পরিস্থিতির উন্নয়নের জন্য বাংলাদেশে ওয়ানস্টপ সার্ভিস চালুর বিষয়ে আইন হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে এ সেবা চালু হবে সেবা নিতে কাউকে আর কোন দফতরে যেতে হবে না। যে কোন জায়গায় বসে যে কোন বিনিয়োগকারী এ সুবিধা নিতে পারবে। এবং এই সেবা বিশ্বমানের হবে। এগুলো বাস্তবায়ন হলে বাংলাদেশ বিশ্বমানের বিনিয়োগ গন্তব্য হিসেবে পরিচিতি পাবে।


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>