বর্তমানে দেশে কিডনী রোগি বাড়ছে। কিন্তু এর চিকিৎসা সেবা ব্যয়বহুল হওয়ায় অনেকেই বিনা চিকিৎসায় অকালে মারা যাচ্ছে। তাই কিডনি রোগিদের চিকিৎসা সুবিধার্থে গণস্বাস্থ্যনগর হাসপাতালে অত্যাধুনিকমানের ডায়ালাইসিস কেন্দ্র চালু হচ্ছে। কিডনী রোগিদের স্বল্পমূল্যে অত্যাধুনিক চিকিৎসা দেবে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল। সামাজিক শ্রেণি বিন্যাসে উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও দরিদ্রদের অল্পমূল্যে এবং অতি দরিদ্রদের বিনামূল্যে ডায়ালাইসিস ও কিডনী ট্রান্সপ্লান্টের সুযোগ রয়েছে এখানে। পাশাপাশি মাত্র ছয়শ’ টাকায় সাপ্তাহিক এরিথ্রেপোয়েটিন ইনজেকশন সুবিধা ও শহরের প্রান্তে বসবাসকারী রোগিকে মাত্র একশ’ টাকায় রাতে এ্যাম্বুলেন্সযোগে বাড়ি পৌছানোর সুব্যবস্থা থাকছে। একশ’টি অত্যাধুনিক মানের ডায়ালাইসিস মেশিন ও ৬ বেডের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) বেড চালু থাকছে। সংক্রামক রোগাক্রান্ত বিকল কিডনী রোগিদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে ওয়াইফাই সুবিধাসহ অডিও-ভিডিও যুক্ত ৭৫ টি আরামদায়ক শয্যা ও ২৫ টি রেনাল চেয়ার সুবিধা রয়েছে। পাশাপাশি রোগিদের সার্বিক সেবার মান্নোয়নে ৫ জন সিনিয়র বিশেষজ্ঞ, ৪ জন জুনিয়র বিশেষজ্ঞ, ১০ জন রেজিষ্টার ও প্রশিক্ষণার্থী চিকিৎসক, ৫০ জন নার্স ও ভারত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ১০ জন টেকনিশিয়ান রয়েছে। সর্বস্তরের রেজিষ্টার্ডভুক্ত রোগিরা দিন-রাত ২৪ ঘন্টাব্যাপী চালুকৃত এই ইউনিটের মেশিনে সেবা নিতে পারবে। এভাবে দৈনিক ৫০০ জন বিকল কিডনী (ইএসআরডি) রোগির চিকিৎসা দেয়া হবে। এছাড়াও প্রতিদিন ২৫ জন অতি দরিদ্র রোগিকে বিনা পয়সায় ডায়ালাইসিস করা হবে। বাকি ৩৫০ রোগী পাবেন ১১০০ টাকায়, ১৫০ রোগী পাবেন ১৫০০টাকায় এবং ধনী বা উচ্চবিত্ত শ্রেণির ৫০ রোগী পাবেন ৩ হাজার টাকায় ডায়ালাইসিস সেবা। তাদের চিকিৎসার মান নিশ্চিত করতে সার্বক্ষণিক ৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক থাকবেন। এটি হবে দেশের বৃহত্তম কিডনী সেবা কেন্দ্র।
↧