Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

১০টি ভ্রমণ চিত্র - ৩

$
0
0

সময়, সুযোগ আর অর্থ, এই তিনটি জিনিসের সমন্বয় করা খুব কঠিন। একটার ব্যবস্থা করলে অন্যটি পিছলে যায় হাতের মুঠো থেকে। কিন্তু যখন তিনটির সমন্বয় করা যায় তখনই একটা ভ্রমণে বেরিয়ে পরা যায়। সমন্বয় করতে পারা সেই সব ভ্রমণে ছবিগুলি থেকে ১০টি ছবি থাকবে এই থ্রেডে যেগুলি আগেই ফেবুতে শেয়ার করা হয়েছে ।


১। বালিয়াপাড়া জমিদার বাড়ির একাংশ
ছবি তোলার স্থান : বালিয়াপাড়া, আড়াইহাজার, নারায়নগঞ্জ।
তারিখ : ২৮/১০/২০১৬ইং
Save the Heritages of Bangladesh এর ২৫ তম ইভেন্ট
http://i.imgur.com/KsXlrETh.jpg
পথের হদিস : ঢাকা > আড়াইহাজার > বালিয়াপাড়া জমিদার বাড়ি।


২। গুরুদুয়ারা
ছবি তোলার স্থান : দিল্লী, ভারত।
তারিখ : ১৫/০৩/২০১৪ ইং
http://i.imgur.com/xJesdSWh.jpg
পথের হদিস : ঢাকা > কলকাতা > দিল্লী > গুরুদুয়ারা।



৩। অশ্বারোহী
ছবি তোলার স্থান : গুলমার্গ, কাশ্মীর, ভারত।
তারিখ : ২৯/০৫/২০১৫ইং
http://i.imgur.com/6MWohbAh.jpg
পথের হদিস : আমরা গিয়েছি ঢাকা > কলকাতা > জাম্মু > পেহেলগাম > শ্রীনগর > গুলমার্গ।
T O D - কাশ্মীর ইভেন্ট



৪। ঝিকঝাক রোড
ছবি তোলার স্থান : কারগিল থেকে লেহ যাওয়ার পথে, কাশ্মীর, ভারত।
তারিখ : ৩১/৫/২০১৫ ইং
http://i.imgur.com/jsisSsah.jpg
পথের হদিস : আমরা গিয়েছি ঢাকা > কলকাতা > জাম্মু > পেহেলগাম > শ্রীনগর > কারগিল > লেহ।
T O D - কাশ্মীর ইভেন্ট


৫। প্রবাল
ছবি তোলার স্থান : ছেড়াদ্বীপ, সেন্টমার্টিন।
তারিখ : ২৮/০১/২০১২ ইং
http://i.imgur.com/B69LcPDh.jpg
পথের হদিস : ঢাকা > টেকনাফ > সেন্টমার্টিন > ছেড়াদ্বীপ।



৬। হযরত শাহজালালের দরগাহ মসজিদ
ছবি তোলার স্থান : হযরত শাহজালালের দরগাহ, সিলেট।
তারিখ : ২০/১০/২০১৪ ইং

http://i.imgur.com/FF2FLVjh.jpg
পথের হদিস : ঢাকা > সিলেট > হযরত শাহজালালের দরগাহ।



৭।  ধুসর ও সবুজ
ছবি তোলার স্থান : লেহ, কাশ্মির, ভারত।
তারিখ : ১/৬/২০১৫ ইং
http://i.imgur.com/UBwRPv0h.jpg
পথের হদিস : আমরা গিয়েছি ঢাকা > কলকাতা > জাম্মু > পেহেলগাম > শ্রীনগর > কারগিল > লেহ।
T O D - কাশ্মীর ইভেন্ট



৮। অবসর
স্থান : সাজেক, রাঙ্গামাটি।
তারিখ : ১৩/১০/২০১৬ইং
http://i.imgur.com/VP7CfHmh.jpg
পথের হদিস : ঢাকা > খাগড়াছড়ি > দিঘীনালা > সাজেক।
বিকেলে এখানে বসে অনেক্ষণ মশার কামর খেছেছিলাম।
T O D - পূর্নিমায় মেঘের দেশে



৯। কুউউ...ঝিকঝিক.....
ছবি তোলার স্থান : লাউয়াছড়া জাতীয় উদ্যান, মৌলভীবাজার, সিলেট।
তারিখ : ১৯/১০/২০১৪ ইং
http://i.imgur.com/DHKh8Exh.jpg
পথের হদিস : লাউয়াছড়া জাতীয় উদ্যানটি সিলেট বিভাগের মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অবস্থিত। ঢাকা থেকে এর দূরত্ব প্রায় ১৬০ কিলোমিটার, সিলেট শহর থেকে দূরত্ব হবে প্রায় ৬০ কিলোমিটার।

তবে যেতে হলে সবথেকে ভাল মাধ্যম হতে পারে ট্রেন। কমলাপুর স্টেশন থেকে সিলেটগামী ট্রেনে উঠে নামবেন শ্রীমঙ্গলে, সময় লাগবে প্রায় ৫ থেকে ৬ ঘন্টা। শ্রীমঙ্গল শহর থেকে মাত্র ৮ কিলোমিটারের দূরত্বে এই উদ্যান। সিএনজি অথবা রিকশাতে করে খুব কম সময়ে পৌঁছে যেতে পারবেন।

আর বাসে যেতে চাইলে ঢাকা থেকে মৌলভীবাজারগামী যেকোন বাসে উঠে পড়লেই হবে, মৌলভীবাজার শহর থেকেও যেতে পারবেন উদ্যানে সি এন জি অথবা লোকাল বাসে চড়ে।

১০। হিমছড়ির বাঁকে
ছবি তোলার স্থান : হিমছড়ি, কক্সবাজার।
তারিখ : ১৮/০৫/২০১৪ ইং
http://i.imgur.com/U6mJZZOh.jpg
পথের হদিস : ঢাকা > কক্সবাজার > হিমছড়ি।

১০টি ভ্রমণ চিত্র - ১
১০টি ভ্রমণ চিত্র - ২


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>