পকেট ওয়াই ফাই কিভাবে কাজ করে সে ব্যাপারে জানতে চাই। পকেট ওয়াইফাই চালাতে কি ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন লাগে নাকি সিম দিয়ে চালানো লাগে যদি সিম দিয়েই চালানো লাগে তাহলে এইটা ব্যবহারে সুবিধা কি। আর এইটাতে চার্জ কিভাবে কাটে মাসিক বিল দিতে হয় নাকি যেরকম ইন্টারনেট প্যাক কিনবো সেরকমই চালাতে পারব। কেউ একটু বোঝাইয়ে বলবেন প্লিজ।
↧