Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

কবিতা

$
0
0

কবিতা আমার অনেক প্রিয়।নিজে কবিতা লেখার চেস্টা করি।কেমন লিখি জানি না।তবুও আশা করি ভালো লাগবে।

" কোন এক গভীর রাতে,খুব নীরবে
তুমি গেয়েছিলে গভীর অনুরাগে-
" আমার জ্বলেনি আলো,অন্ধকারে;"
আমি তা শুনেছিলাম, লুকিয়ে
কোন এক অজানা কারণেই,
চোখে এসেছিলো জল,গড়িয়ে পড়েছিলো ধীরে।
তুমি কি তা দেখেছিলে? না না না
তুৃমি তা দেখনি; কারণ তুমি বিভোর ছিলে-
গানের সুর- তালে।"


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>