আমি চাইনি একগুচ্ছ গোলাপ
কিন্তু পেয়েছিলাম
তোমার কাছে থেকে।
আনন্দ হয়েছিলো অনেক
সাথে ভয় ও
ধরা পড়বার ভয়
যদি কেউ জেনে যায়,বুঝে যায়
তোমার আমার গভীরতা,আবেগ
কি আশ্চর্য দেখো তো
গোলাপ দিয়েছ, কিন্তু বলোনি
" ভালোবাসি"
আমি লজ্জা রাঙ্গা মুখে
লাল টকটকে গোলাপ হাতে
মাথা নিচু করে তোমার পাশে
বসে রয়েছি,অজস্র মুহর্ত
বলিনি " ভালোবাসি"
কি আশ্চর্য।
সত্যিই কি আশ্চর্য!
জানি না ভালোবাসি কি না?
জানি না আছে না কি আবেগ?
কোন অনুরাগ বা প্রেম?
তোমার আমার!
তবুও ফুল দাও তুমি প্রতিদিন
আমি নেই নিরবে
কি আশ্চর্য!
মুখে হয়নি বলা "ভালোবাসি"
তবুও কেউ যেন বারবার বলে-
"ভালোবাসি"।