Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

সুখী অর্থনীতির অন্যতম দেশ বাংলাদেশ

$
0
0

বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি, যা ফ্রান্স, জার্মানি ও নেদারল্যান্ডসের মোট জনসংখ্যার সমান। বিশ্বের জনবহুল ১০টি দেশের মধ্যে বাংলাদেশ সবচেয়ে দরিদ্র। আবার এত বিশাল জনগোষ্ঠী ও সম্পদের অপ্রতুলতা সত্ত্বেও সম্প্রতি দেশটি যে প্রবৃদ্ধি দেখিয়েছে, তাতে এ মুহূর্তে বাংলাদেশ অবশ্যই বিশ্বের সবচেয়ে সুখী অর্থনীতির গল্পগুলোর একটি। যুক্তরাষ্ট্রের আটলান্টা মিডিয়ার মালিকানার ব্যবসা-অর্থনীতি বিষয়ক সংবাদমাধ্যম কোয়ার্টজ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে এ রকম চিত্রই তুলে ধরা হয়েছে বাংলাদেশের। ২০১৬ সালে বাংলাদেশের অর্থনীতি প্রবৃদ্ধি ছিল ৭.১ শতাংশ, যা ৩০ বছরের মধ্যে সবচেয়ে বেশি। টানা ছয় বছর জিডিপি বেড়েছে ৬ শতাংশের বেশি হারে। বেশি বিশ্লেষকের মতে, অর্থনীতির এ গতি চলমান থাকবে। ঋণমান সংস্থা মুডিসও বলছে, বাংলাদেশে অর্থনীতি এমনই শক্তিশালী থাকবে। বাংলাদেশের এই সাম্প্রতিক সফলতার পেছনে বিকাশমান পোশাকশিল্প ও শক্তিশালী এনজিও (নন-গভর্নমেন্ট অর্গানাইজেশন)-এ দুই খাতের ভূমিকা ব্যাপক। ২০১৫ সালে বাংলাদেশ দুই হাজার ৬০০ কোটি (২৬ বিলিয়ন) ডলারের পোশাক রপ্তানি করেছে। এ বাজারে চীনের পরই দ্বিতীয় স্থানে বাংলাদেশ। পোশাক রপ্তানি আয় বাংলাদেশের জিডিপির ১৪ শতাংশ ও মোট রপ্তানির ৮০ শতাংশ। ২০১৬ সালে পোশাক রপ্তানির প্রবৃদ্ধি ছিল ১০ শতাংশের বেশি। তাই সব মিলিয়ে বলা যায় সুখী অর্থনীতির অন্যতম দেশ বাংলাদেশ।


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>