বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি, যা ফ্রান্স, জার্মানি ও নেদারল্যান্ডসের মোট জনসংখ্যার সমান। বিশ্বের জনবহুল ১০টি দেশের মধ্যে বাংলাদেশ সবচেয়ে দরিদ্র। আবার এত বিশাল জনগোষ্ঠী ও সম্পদের অপ্রতুলতা সত্ত্বেও সম্প্রতি দেশটি যে প্রবৃদ্ধি দেখিয়েছে, তাতে এ মুহূর্তে বাংলাদেশ অবশ্যই বিশ্বের সবচেয়ে সুখী অর্থনীতির গল্পগুলোর একটি। যুক্তরাষ্ট্রের আটলান্টা মিডিয়ার মালিকানার ব্যবসা-অর্থনীতি বিষয়ক সংবাদমাধ্যম কোয়ার্টজ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে এ রকম চিত্রই তুলে ধরা হয়েছে বাংলাদেশের। ২০১৬ সালে বাংলাদেশের অর্থনীতি প্রবৃদ্ধি ছিল ৭.১ শতাংশ, যা ৩০ বছরের মধ্যে সবচেয়ে বেশি। টানা ছয় বছর জিডিপি বেড়েছে ৬ শতাংশের বেশি হারে। বেশি বিশ্লেষকের মতে, অর্থনীতির এ গতি চলমান থাকবে। ঋণমান সংস্থা মুডিসও বলছে, বাংলাদেশে অর্থনীতি এমনই শক্তিশালী থাকবে। বাংলাদেশের এই সাম্প্রতিক সফলতার পেছনে বিকাশমান পোশাকশিল্প ও শক্তিশালী এনজিও (নন-গভর্নমেন্ট অর্গানাইজেশন)-এ দুই খাতের ভূমিকা ব্যাপক। ২০১৫ সালে বাংলাদেশ দুই হাজার ৬০০ কোটি (২৬ বিলিয়ন) ডলারের পোশাক রপ্তানি করেছে। এ বাজারে চীনের পরই দ্বিতীয় স্থানে বাংলাদেশ। পোশাক রপ্তানি আয় বাংলাদেশের জিডিপির ১৪ শতাংশ ও মোট রপ্তানির ৮০ শতাংশ। ২০১৬ সালে পোশাক রপ্তানির প্রবৃদ্ধি ছিল ১০ শতাংশের বেশি। তাই সব মিলিয়ে বলা যায় সুখী অর্থনীতির অন্যতম দেশ বাংলাদেশ।
↧