গত আট বছরে দেশে গ্যাসের দাম বেড়েছে গড়ে দ্বিগুণের বেশি। কিন্তু কোনো শ্রেণির গ্রাহকই চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছে না। তার ওপর বছর ঘুরতেই আবার বাড়বে গ্যাসের দাম।
আগামী বছরের মধ্যভাগে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি শুরু হলে উৎপাদন ও সরবরাহ মূল্য বেড়ে যাবে। এতে গ্রাহক পর্যায়েও দাম বাড়বে গ্যাসের। আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও সে কথাই উল্লেখ করেন।
২০০৯ সালের ১ আগস্ট থেকে এ বছরের ১ জুন পর্যন্ত গ্রাহক শ্রেণিভেদে গ্যাসের দাম বেড়েছে ২২১ শতাংশ পর্যন্ত। অবশ্য এই দামের মধ্যে একটা বড় অংশ (প্রায় ১২২ শতাংশ) সরকারের নানাবিধ শুল্ক ও কর।