আমার মন খারাপের রাতে-
তুমি এলে ধীরে।।
গভীর ভালোবেসে।
দগ্ধ হৃদয়ের কোমল পরশ হয়ে,
দূর করলে সব জ্বালা।
হায়! তোমার চোখের জল;
মানায়নি কভু,কখনই
হোক কারণে বা অকারণ।।
আমার মন খারাপের রাতে-
তুমি এলে ধীরে।।
মুগ্ধ নয়ন,চকিত করলো আমাকে
তোমার পরশ ভোলালো সব ব্যথা;
শান্ত এ মন বলল-
নইতো,আমি এখন আর একা।।
↧
মন খারাপের রাতে
↧