কবিতা
রমনী,
Golam Rabbani Al Saify
ললনা তুমার অপরূপ রূপের ও বাহার,
কারিছ গো আমার,কারিছ নিদ্রা-আহার।
গোপনে স্বপনে সম্মুখে যতনে
যপি শুধু গো তোমা।
প্রেম কাঙ্গাল করেছ গো তুমি
করেছ গো আমা।
রমনী আমার ধমনী বাহিয়া,
ভালবাসা ছুটে অবিরল।
এ অন্তর পদ্ম পুকুরে গো আজি,
সুবাসিত তুমি টলমল।
কন্যা তোমায় হন্যি হয়ে,
আমি গো খুজি।
পায় না খুজে কোথা তোমা
মরি মরি লাজি।
এ নর রে পর করিয়া,
যাও যদি অন্য কোথা।
সহিব সহিব কেমনে গো আমি
সহিব কেমনে সে ব্যাথা।
↧
ভালবাসা ছুটে অবিরল....
↧