আমি এই দেশের,আমি এই সুশীল সমাজের মাঝে বেড়ে উঠা এক সামান্য মানুষ, আমি অহংকার করি বাঙালী বলে,আমি সমাজের সাথে, আমি অবেহেলিত মানুষের আবেগের তরে নিজেকে সপে দিতে চায়।সাম্প্রদায়িক চেতনার উপরে আমারা মানুষ। থাকবো আসল মানুষ সেজে সকলের মাঝে।
আমি চয়ন,যে কোন সাহায্যে আমাকে পাবেন, আমার সাধের্ মাঝে যতটুকু আছে, আমি প্রজন্ম ফোরমের সাথে থেকে আমার মানবিকতা প্রকাশ করতে চাই। আমি একাত্ম প্রকাশ করলাম।
12 minutes and 18 seconds after:
প্রজন্ম ফোরামের শুভ কামনায়।