আকাশের চাঁদটা আজ
বড় বিষন্ন
হালকা যে মৃদু বাতাস
সেটিও বড় বিষন্ন
বিষন্নতা ছেয়ে আছে সর্বত্র
কারণ,আজ তুমি বিষন্ন।
আমি পলকহীন চোখে
চাঁদটিেক দেখছি
মুগ্ধ নয়নে
কি অপূর্ব সৃষ্টি;
কিন্তু বড় বিষন্ন
নিদারুণ কস্ট যেনো তার মাঝে,
বিরাজ করছে তার
সমগ্র রূপে।
আমি চাঁদটিকে দেখছি
দেখছি তার বিষন্নতাকে
সেই সাথে তোমাকে দেখার
প্রবল ইচ্ছা গ্রাস করছে আমাকে
কিন্তু আজ,তুমি নেই
আমার পাশে।
তাই আজ মনে মনে
এই বিষন্ন কিন্তু-
অসাধারণ চাঁদের মাঝে
তোমাকেই নিয়েছি খুঁজে
আমার নিদারুণ কস্টের মাঝে।।