গান শুনতে ভালোবাসি। আমি। হয়তো কে জানে, আপনিও।
কত ব্যান্ড কত শিল্পীর সিলেবাস শেষ করেছি মনে করতে পারিনা। মনে করতে পারি না কোনো রজনী হেডফোন ছাড়া কাটিয়েছি কি না। ছোটবেলায় ছোটখাটো অডিও সেটাপে গান শোনা আমিটা কখন যে অডিওফাইল হয়ে গেলাম!
...মনে করতে পারি না।
মোজার্ট, বাখের পাততাড়ি গুটিয়েছি। লেড জেপলিন, ব্ল্যাক স্যাবাথ থেকে ডুব দিয়েছি অঘ্রাণের কবিদের পঙক্তিতে। বা আরো অনেক শিল্পীতে। আমার আমি হয়ে ওঠার পেছনে কারণ যারা।
বিষণ্ণ মনে আমি আজ স্বীকারোক্তি দিব। কুৎসিত।
ইচ্ছা এবং আগ্রহ থাকলেও বঙ্গভূমের সঙ্গীত কখনো শোনা হয়নি সেভাবে । তারপরও আমার রুচির সাথে বোধ করি একজনই যায়। সে রবিবাবু। তবে এ কলিযুগে সে বিস্মৃত নাম।
"মানুষ ধ্রুপদী সাহিত্য পাঠ করে না। করে প্রশংসা "। দেশের কত আরো শিল্পীকে মনে রাখা হয়নি বা হবেনা, কে জানে। আশার কথা মাঝে মাঝেই মাথায় খেলা করে। এই প্রজন্মেই যে শিল্পী উঠে আসেনি তা বলি কী করে। মেঘদলকে ভালো না বাসি কী করে।
ধান ভানতে শিবের গীত কাজের কথা নয়। আমার বক্তব্য তুলে ধরি।
বাংলাতে যারা স্বপ্ন বোনে, বাংলাতে যারা গান করে, বাংলা শব্দে যারা খেলা করে, সেই শিল্পীদের ফসল লসলেস ফ্ল্যাকে খুঁজে ফিরছি। দিশা দিতে পারেন কেউ?